Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভারতীয় রেলে আর দেখা যাবে না ব্রিটিশ আমলের এই চিহ্ন! বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী

    1 day ago

    This symbol of the British era will no longer be seen on Indian Railways.
    This symbol of the British era will no longer be seen on Indian Railways.

    বাংলা হান্ট ডেস্ক: দেশের লাইফলাইন হিসেবে বিবেচিত ভারতীয় রেলে (Indian Railways) এবার বড় ধরণের পরিবর্তন আনা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা জানা গিয়েছে যে, এবার রেল কর্মীদের পোশাকে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হতে চলেছে। শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেন, ব্রিটিশ আমলের কালো কোট এবং গলাবন্ধ কোট আর রেলে দেখা যাবে না। রেলমন্ত্রী বলেন, দাসত্বের প্রতীক হিসেবে যা রয়েছে, তা সরিয়ে ফেলতে হবে।

    ভারতীয় রেলে (Indian Railways) হতে চলেছে বড় পরিবর্তন:

    রেলমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেন, ‘আমাদের চিন্তাভাবনা থেকে দাসত্বের মানসিকতা দূর করতে হবে। আমরা যেভাবে কাজ করি বা পোশাক পরিধান করি, আমাদের এই পুরনো জিনিসগুলি সর্বত্র থেকে সরিয়ে ফেলতে হবে। তিনি আরও জানান, ‘আজ আমি প্রথম ঘোষণা করছি।, আমাদের কালো গলাবন্ধ স্যুট, যা ব্রিটিশরা প্রবর্তন করেছিল, আর তা ভারতীয় রেলে ফরম্যাল ড্রেস হবে না।’

    This symbol of the British era will no longer be seen on Indian Railways.

    পুরনো রীতিনীতি বদলে যাবে: এদিকে, বিষয়টি কেবল রেলের পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, সরকার ব্রিটিশ আমলের পুরনো রীতিনীতি চিহ্নিত করার জন্য ব্যাপকভাবে কাজ করছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পরা গাউন এবং ক্যাপ, সেইসঙ্গে আনুষ্ঠানিক অনুষ্ঠানে অফিসারদের পরা গলাবন্ধ কোট। এখন এগুলিও পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। কিছু রাজ্যে, আবার এমন নিয়ম রয়েছে যে, কালেক্টর এবং মেয়রদের সঙ্গে কাজ করা কর্মচারীদেরও একটি বিশেষ ধরণের ইউনিফর্ম পরতে হয়।

    আরও পড়ুন: বিশ্বের একাধিক দেশের খিদে মেটাচ্ছে ভারত! হু হু করে বাড়ল চাল রফতানি, চমকে দেবে পরিসংখ্যান

    সরকারি সূত্র অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মন্ত্রী এবং উচ্চ অধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে, তাঁরা যেন পুরনো রীতিনীতি চিহ্নিত করেন এবং ভারতীয় সংস্কৃতির প্রতিফলন ঘটায় এমন নতুন বিকল্প প্রস্তাব করেন। সমাবর্তনে গাউন এবং ক্যাপ পরার প্রথা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তবে কিছু প্রতিষ্ঠান এখনও এটি বজায় রেখেছে। যদিও, এই পোশাক ভারতের গরম ও আর্দ্র জলবায়ুর জন্য উপযুক্ত নয় এবং শিক্ষার্থী ও শিক্ষকরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

    আরও পড়ুন: ‘আমরা অভিনয় করছি’, T20 বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের খেলোয়াড়দের মনোভাব জানালেন নাজমুল

    ব্ল্যাক কোট এবং গাউন: আধিকারিকরা জানিয়েছেন যে, আরও এমন অনেক প্রথা আছে, যা জনসাধারণের কাছে কম পরিচিত। তবে আলোচনার মাধ্যমে সেগুলিও চিহ্নিত করা হবে। সূত্রগুলি এমনও সম্ভাবনা প্রকাশ করেছে যে আইনজীবীদের পরা কালো কোট এবং গাউনও পরিবর্তন করতে বলা হতে পারে। এই প্রথা ১৯৬১ সালের অ্যাডভোকেটস অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। যা ব্রিটিশ আইনি ব্যবস্থা থেকে উদ্ভূত। সেই সময়ে, এই পোশাকটিকে কর্তৃত্ব, শ্রদ্ধা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হত।

    Click here to Read More
    Previous Article
    ১ লাখ হয়েছে ২০.৩৬ লাখ, অল্প সময়ে বিনিয়োগকারীদের মালামাল করেছে এই স্টক
    Next Article
    ‘কাঙাল’ পাকিস্তান পেল মোক্ষম ঝটকা! আর্থিক সঙ্কটের আবহেই বিপুল ক্ষতি পড়শি দেশে

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment