Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভারত কিংবা লন্ডনে নয়, পরিবারের সঙ্গে কোথায় নতুন বছর উদযাপন করলেন কোহলি?

    1 সপ্তাহ আগে

    Where did Virat Kohli celebrate the new year with his family.
    Where did Virat Kohli celebrate the new year with his family.

    বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের আনন্দে মেতে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মাও। তবে, তাঁরা ভারত বা লন্ডনে নতুন বছর উদযাপন করেন নি। বরং, বিরাট এবং অনুষ্কা দুবাইতে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছেন। ওই উদযাপনে বিরাট কোহলির দাদা এবং শ্যালক ছাড়াও, একাধিক পারিবারিক বন্ধুদেরও একসঙ্গে দেখা গেছে। দুবাইয়ে বিরাট কোহলি নতুন বছর উদযাপনের কিছু ছবিও প্রকাশিত হয়েছে। যা তিনি এবং তাঁর দাদা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

    দুবাইতে নতুন বছরের আনন্দে মাতলেন বিরাট (Virat Kohli)-অনুষ্কা:

    দুবাইতে নতুন বছর উদযাপন করলেন বিরাট ও অনুষ্কা: বিরাট কোহলি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছে। ছবিতে বিরাটকে নেভি ব্লু স্যুট এবং অনুষ্কা শর্মাকে কালো পোশাকে দেখা যাচ্ছে। বিরাট-অনুষ্কার এই ছবিটি দুবাইয়ের। যার প্রমাণ বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির শেয়ার করা কিছু ছবিতেও দেখা গিয়েছে। কারণ, ওই ছবিগুলিতেও বিরাট কোহলিকে একই নেভি ব্লু রঙের স্যুট পরতে দেখা গেছে।

     

    View this post on Instagram

     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    বিকাশ কোহলি একটি বিশেষ ছবি শেয়ার করেছেন: বিকাশ কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে যে বিরাট এবং অনুষ্কা দুবাইতে নতুন বছর উদযাপন করেছেন, বিকাশ কোহলির শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে যে বিরাট-অনুষ্কা নতুন বছরে তাঁদের পরিবার এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে দুবাইয়ের পাঁচতারা হোটেল পাম আটলান্টিসে অবস্থান করেছিলেন।

    আরও পড়ুন: নতুন বছরেই দুর্দান্ত উপহার দিল এই সংস্থা! দাম কমল CNG-র, সস্তা হল PNG-ও

    উল্লেখ্য যে, ওই হোটেলের বিশেষত্ব হল সেটি দেখতে অনেকটা বটগাছের মতো। ওই হোটেলের একটি রুমের দাম দৈনিক ৫০,০০০ টাকা। নতুন বছরে, বিরাট কোহলি তাঁর শ্যালক সঞ্জীব ধিংরা, দাদা বিকাশ কোহলি তাঁর কিছু পারিবারিক বন্ধুদের সঙ্গে হোটেলের ভিতরে জাপানি রেস্তোরাঁ এবং বারে একটি ছবিও তুলেছিলেন।

    আরও পড়ুন: বাংলাদেশে সরস্বতী পুজো-জন্মাষ্টমী-দুর্গাপুজোয় হিন্দুরা পাবেন না ছুটি! এ কেমন সিদ্ধান্ত ইউনূস সরকারের?

    এদিকে, বিরাট কোহলির নতুন বছর উদযাপনের ছবি প্রকাশের আগে, ধোনির উদযাপনের ছবিও প্রকাশিত হয়েছিল। তিনি থাইল্যান্ডে নতুন বছরের উদযাপন করেন।

    Click here to Read More
    Previous Article
    ১ মাসে টাকা ডবল! দাম ২ টাকারও কম, এই স্টকে বিনিয়োগ করে কপাল খুলেছে অনেকের
    Next Article
    বছরের প্রথম দিনে বাংলাদেশের দূতাবাসে পৌঁছলেন রাজনাথ সিং! কী জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment