Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    উত্তরবঙ্গ যাওয়ার টিকিট কাটা? জানুয়ারিতে পরপর বাতিল ট্রেন! তালিকা দিল রেল

    1 সপ্তাহ আগে

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এই শীতে উত্তরবঙ্গে (North Bengal) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে ট্রেনে যাবেন বলে পরিকল্পনা করছেন? তাহলে টিকিট কাটার আগে অবশ্যই চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে নতুন করে ফের রেল যাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে। কারণ বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল। এই বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে উত্তরবঙ্গেরও বেশ কিছু ট্রেন।

    উত্তরবঙ্গগামী বহু ট্রেন বাতিল করল রেল

    এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন আচমকা রেল কেন ট্রেন বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল? জানা গিয়েছে, মালদহ ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। যার ফলে একাধিক ট্রেন বাতিল এবং একাধিক এক্সপ্রেস ট্রেনের সময়সূচীর বদল ঘটানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের করার জন্য লেভেল ক্রসিং গেট নম্বর ১ সি অপসারণের ফলে পোড়াডাঙ্গা হল্ট ও আজিমগঞ্জ স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ৭ ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন রয়েছে।

    আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বড় ধস! খুশির জোয়ার মধ্যবিত্তদের মনে, আজকের রেট

    এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

    সব মিলিয়ে ফলে বিপদে পড়ার আগে নতুন বছরে উত্তরবঙ্গ সফরের আগে দেখে নিন বাতিল ট্রেন গুলির তালিকা।

    ১) ট্রেন নম্বর ৫৩০২৯ আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জর এবং ৫৩০২৭ আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার উভয় দিক থেকে ২ জানুয়ারি, ২০২৬-এ বাতিল থাকবে।

    ২) ৫৩০৩০ ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং ৫৩০২৮ মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার উভয় দিক থেকে ৩ জানুয়ারি বাতিল থাকবে।

    ৩) ট্রেন নম্বর ৫৩৪৩৩/৫৩৪৩৪ আজিমগঞ্জ-বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ৩ জানুয়ারি বাতিল থাকবে।

    May be an image of text

    অপরদিকে ট্রেন নম্বর ১৩১৭৭ এবং ১৩১৭৮ শিয়ালদা-জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেস আজিমগিঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে/আজিমগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। অন্যদিকে ১৩১২৬ সাইরাং-কলকাতা এক্সপ্রেস সাইরাং থেকে ৪ ঘণ্টার জন্য পুননির্ধারিত হবে। এর পাশাপাশি ট্রেন নম্বর ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার কাটোয়া থেকে ১ ঘণ্টার জন্য পুননির্ধারিত হবে।

    Click here to Read More
    Previous Article
    নিউ ইয়ারের আগে স্বস্তি সাধারণের, বছরের শেষদিনে কমল সোনার দাম, জানুন আজকের রেট
    Next Article
    মেয়ের মৃত্যুতে অবসাদগ্রস্ত তামান্নার মা! ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment