Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে ডিজিটাল মোড়! অভিনব উদ্যোগ শিক্ষা সংসদে

    2 দিন আগে

    WBCHSE initiative of the video classes before the fourth semester

    বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে বেশ কিছু পঠন পাঠনের ক্ষেত্রে ঘাটতি রয়ে গিয়েছে। তার ওপর উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের মাঝে খুব বেশি একটা সময় পাইনি পড়ুয়ার। তাছাড়া চলতি বছর বিধানসভা নির্বাচন পাশাপাশি ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজের শিক্ষক-শিক্ষিকা ব্যস্ত থাকায় অনেকেই নিয়মিত ক্লাস করাতে পারেননি। তাই পড়ুয়াদের সেলফ লার্নিং এর সাহায্য করতে উদ্যোগই হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পড়ুয়াদের জন্য ইউটিউবের মতন মাধ্যমকে ব্যবহার করে বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে পড়ুয়ারা নিজেদের মতন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।

    চতুর্থ সেমেস্টারের আগে ভিডিও ক্লাস, শিক্ষা সংসদের উদ্যোগ (WBCHSE)

    সূত্রের খবর, এই ডিজিটাল মাধ্যমে ৫২ টি বিষয়ে ৪০০ টির বেশি ভিডিও শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইটও ইউটিউবে আপলোড করা হয়েছে। শুধুমাত্র বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি, কম সময়ে কিভাবে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে এই ভিডিওগুলোতে।

    WBCHSE initiative of the video classes before the fourth semester

    আরও পড়ুন: ট্রেন লেট হলেই ক্ষতিপূরণ হিসেবে মিলবে ফ্রি খাবার? ঠকে যাওয়ার আগে জেনে নিন রেলের নিয়ম

    এছাড়াও এই ভিডিও গুলো বাংলা ও ইংরেজির পাশাপাশি নেপালি সহ বিভিন্ন ভাষায় রেকর্ডিং করা হয়েছে। এছাড়া এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তরফ থেকে জানানো হয়েছে, নেপালিসহ অন্যান্য ভাষায় রেকর্ড করার পিছনে রয়েছে উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য। যাতে তারাও একইভাবে ডিজিটাল মাধ্যমে সেলফ লার্নিং করতে পারে।

    যদিও এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে নিজের মতন করে প্রস্তুতি নিতে পারে। সেই জন্যই এই টিউটোরিয়াল ভিডিও গুলো করা হয়েছে। পাশাপাশি বর্তমান দিনে সকলের কাছে ইন্টারনেট থাকে। যার ফলে শিক্ষা সংসদের এই ভিডিওগুলো পড়ুয়াদের উপকারে লাগবে বলে মনে করছেন তিনি।

    প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। আর এই হাতে মাসখানেকের মধ্যে শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে এই উদ্যোগ নেওয়াকে স্বাগত জানিয়েছেন বহু শিক্ষকেরা। পাশাপাশি এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য বলেন, পড়ুয়াতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বহু স্কুল ছাত্র ছাত্রী এখন বিদ্যালয় সেই ভাবে আসছে না। তাছাড়া শিক্ষক শিক্ষিকারা এস আই আর কাজে অনেকেই ব্যস্ত। যার ফলে এই ধরনের ভিডিও গুলো পড়ুয়াদের সাহায্য করবে বলে মনে করছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    হামিদের পর বাদ পড়লেন হিরোশি, ISL শুরু আগেই বিপদে ইস্টবেঙ্গল?
    Next Article
    ভোটের আগেই DA ইস্যুতে বিরাট পদক্ষেপ, অবশেষে ভাগ্য খুলছে বাংলার সরকারি কর্মীদের?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment