Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    “ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রক ওষুধ মেলানো আছে…” সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই জনসাধারণের আগ্রহ বাড়াতে পথে নেমে পড়েছে শাসকদল। একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালু করে চলেছে প্রশাসন। চলতি বছরের শুরুতেই ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ নামে একটি কর্মসূচি শুরু করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    সেবাশ্রয় নিয়ে অভিষেককে খোঁচা শুভেন্দুর

    চলতি বছরের শুরুতেই ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ নামে একটি কর্মসূচি শুরু করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়েছিল যে দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে ফের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভায় ‘সেবাশ্রয়’-এর আয়োজন করা হচ্ছে। গত রবিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে বলেন যে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামেও একই ধাঁচের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। আর তা নিয়েই এবার মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের ঘোষণার পরে আজ অর্থাৎ সোমবার সেবাশ্রয় কর্মকাণ্ডের সমালোচনা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    কী বলছেন শুভেন্দু অধিকারী?

    তৃণমূল সাংসদকে কটাক্ষ করে সোমবার নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, ‘সেবাদান করতে আসছেন মানে পরিষেবা দিতে আসছেন। এর মানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। এ সব করছেন ভালো কথা। কিন্তু কোথা থেকে টাকা আসছে, কোন খাতের টাকা আসছে সেই হিসাবে আমি নেব। এটা চুরির টাকা কি না সেই হিসেব আমি নেব।” এখানেই শেষ নয়, সতর্কবার্তার সুরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “হিন্দু জনগণকে বলছি, সনাতনী হিন্দুদের বলছি, খুব সাবধান। ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। এরা চায় বাংলাদেশের মতো নন্দীগ্রামেও হিন্দু জনসংখ্যা কমে যাক। কে এদের ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রক ওষুধ মেলানো আছে কি না। এদের কাছে সূঁচ ফোটাবেনা না। কত ব্লাড টেস্ট করতে হবে আমায় জানান, আমি ব্যবস্থা করব।”

    আরও পড়ুন: কুলদীপ সিংহ সেঙ্গারকে এখনই জামিন নয়! উন্নাও ধর্ষণকাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    যদিও শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল জানান, ‘তৃণমূল কোন কর্মসূচি গ্রহণ করবে তার কৈফিয়ত কি শুভেন্দুকে দিতে হবে? উনি নিজের দলের কথা ভাবুক। উনি ভয় পেয়েছেন তাই এই ধরনের কথা বলছেন।’ অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘সেবাশ্রয় গোটা বাংলাকে পথ দেখিয়েছে। মানুষের জন্য কী করে কাজ করতে হয় সেটা সেবাশ্রয় দেখিয়েছে। নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিল। অভিষেক সাড়া দিয়েছেন। তাতেই আপনার গাত্রদাহ।’

    Click here to Read More
    Previous Article
    সঙ্গমে অস্বীকার করায় কিশোরীকে ধর্ষণ! দেওয়া হয় অ্যাসিড হামলার হুমকি, বিস্ফোরক অভিযোগ খোদ প্রেমিকের বিরুদ্ধে
    Next Article
    অপারেশন সিঁদুরে পড়েছিল যথেষ্ট প্রভাব! বছরের শেষে বোধোদয় পাকিস্তানের

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment