Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    তৈরি অবসরের পরিকল্পনা! বিশ্বকাপে খেলবেন না মেসি? কী জানালেন ফুটবলের মহাতারকা?

    2 দিন আগে

    বাংলা হান্ট ডেস্ক: কেরিয়ার জুড়ে যে বিশ্বকাপ তাঁর কাছে অধরা ছিল তা ইতিমধ্যেই হাসিল করেছেন তিনি। এমতাবস্থায়, আগামী বিশ্বকাপে আদৌ লিওনেল মেসি (Lionel Messi) খেলবেন কিনা তা নিয়ে যাবতীয় ধোঁয়াশা এখনও বজায় রয়েছে। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। কিন্তু, মেসি এখনও স্পষ্ট করে বিশ্বকাপে খেলার বিষয়ে কিছু জানাননি। এই আবহে অনুরাগীদের মধ্যেও বাড়ছে জল্পনা।

    বিশ্বকাপে খেলবেন না মেসি (Lionel Messi)?

    তবে, ফুটবলকে বিদায় জানানোর পর অবসরে লিওনেল মেসি কী করতে চান সেই প্রসঙ্গে ইতিমধ্যেই তিনি তাঁর মনোভাব স্পষ্ট করেছেন। জানিয়ে রাখি যে, ২০২২ সালে অর্থাৎ কাতারে সম্পন্ন হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এদিকে, বিশ্বকাপ জেতার পরেও মেসি দাপটের সঙ্গে ফুটবল খেলা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই মেসি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ খেলেছেন।

    Will Lionel Messi not play in this World Cup?

    ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন তিনি। ওই ম্যাচে জোড়া গোলও করেন মেসি। ম্যাচটিতে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর মেসি জানিয়েছিলেন, ‘বয়সের বিষয়টি বিবেচনা করলে যুক্তি জানাবে আমি আগামী বছরের বিশ্বকাপ খেলতে পারবো না।’ এমতাবস্থায়, মেসি তাঁর ওই অবস্থানেই অনড় থাকবেন কিনা তা নিয়া শুরু হয়েছে জল্পনা।

    আরও পড়ুন: I-PAC-এ তল্লাশিতে বাধা দেওয়ায় যুক্ত হল মুখ্যমন্ত্রীর নাম! আদালতের কাছে CBI তদন্তের দাবি ED-র

    তবে, ২০২৬-এর বিশ্বকাপে খেলা নিয়ে মেসি এখনও স্পষ্ট করে কিছুই বলেননি। বরং, এই সক্রান্ত প্রশ্নের মুখোমুখি হলে ফুটবলের মহাতারকা জানিয়েছেন, তিনি তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ, বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে তিনি নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার মতো অবস্থায় রয়েছেন কিনা সেটাই প্রথমে বিবেচনা করতে চান।

    আরও পড়ুন: যেটা করা বারণ ছিল সেটাই করলেন মাঠে! BCCI-এর নিয়ম ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া

    এদিকে, বিশ্বকাপে তাঁর খেলার প্রসঙ্গে জল্পনা বজায় থাকলেও ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসি কী করতে চান তা তিনি জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, অবসর গ্রহণ করলেও ফুটবল থেকে তিনি আদৌ দুরে থাকবেন না। বরং, একটি সাক্ষাৎকারে মেসি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি ক্লাবের মালিক হতে চান। যার মাধ্যমে নতুন খেলোয়াড়রা উঠে আসবে। এর পাশাপাশি, মেসি নিজেকে কোচ হিসেবে দেখতে চান না বলেও জানান। প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসি ইতিমধ্যেই তাঁর সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো এলএসএমের পরিচালনাতেও যুক্ত রয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    প্রায় দু’দশক পর রাজ্যের রাজধানীতে চলবে ডবল ডেকার বাস
    Next Article
    'ED-র কাজে বাধা দিয়ে আবার প্রমান করেছেন, চোরেদের এনার্জি Mamata Banerjee': Suvendu Adhikari

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment