Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    টেবিলে গুচ্ছ গুচ্ছ টাকার বান্ডিল, পাশে শাসকদলের নেতা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে তৃণমূলের পঞ্চায়েত সহ-সভাপতি

    1 week ago

    Trinamool Congress Leader Caught in Cash Pile Video Row
    Trinamool Congress Leader Caught in Cash Pile Video Row

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শাসনকালে রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে গত কয়েক বছরে। কয়লা পাচার, গরু পাচার, শিক্ষা সংক্রান্ত দুর্নীতির মতো একাধিক ঘটনা নিয়ে বারবার শিরোনামে এসেছে বাংলা। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হল বারাসাতের এক তৃণমূল নেতাকে ঘিরে বিপুল নগদ টাকার ভাইরাল ভিডিও, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

    তৃণমূলের (Trinamool Congress) আমলে একের পর এক দুর্নীতি

    সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে উত্তর ২৪ পরগনার বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডলকে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর বান্ডিল বান্ডিল নোট সাজানো রয়েছে। টাকার স্তূপ এতটাই উঁচু যে সামনে বসা ব্যক্তিদের মুখ পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সেই টাকার পাহাড়ের সামনে বসে রয়েছেন তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডল। তাঁর পাশে বসে থাকতে দেখা যাচ্ছে ব্যবসায়ী রাকিবুল ইসলামকে।

    ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২২ সালের বলে দাবি করা হয়েছে। মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডলের দাবি, ওই সময় একটি জমি সংক্রান্ত লেনদেন চলছিল। তিনি জানান, “একটি জমির জন্য টাকা গোনা হচ্ছিল। আমি পাশে বসে ছিলাম।” অন্যদিকে, ব্যবসায়ী রাকিবুল ইসলামের দাবি, জমি কেনাবেচার টাকা হিসেব করাই চলছিল ওই সময়। যে জমি নিয়ে এই লেনদেন হচ্ছিল, সেই জমির পার্টনার ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডল। ভিডিওতে শুধু টেবিলের উপর নয়, একটি ব্যাগেও টাকা ভরতে দেখা গিয়েছে। এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    Trinamool Congress Leader Caught in Cash Pile Video Row

    আরও পড়ুনঃ ‘আর ৬ শতাংশ ভোট পেলেই রাজ্যে বিজেপি সরকার’, নন্দীগ্রাম থেকে মমতাকে ২০০০০ ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

    এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। তাঁদের বক্তব্য, তদন্তে যদি কোনও অনিয়ম বা দোষ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হওয়া এই বিতর্ক নতুন করে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শীতের আল্টিমেটাম! উত্তুরে হাওয়ায় নয়া ‘খেলা’ চলবে শনিবার অবধি: আগাম আপডেট
    Next Article
    টেবিলে বান্ডিলে বান্ডিলে সাজানো টাকা, বসে রয়েছেন তৃণমূল নেতা,ভাইরাল ভিডিও

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment