Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    তালিকা প্রকাশ না করলে কান ধরে ক্ষমা চাইতে হবে! SIR নিয়ে নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের

    2 সপ্তাহ আগে

    Abhishek Banerjee On WB SIR he challenges Election Commission
    Abhishek Banerjee On WB SIR he challenges Election Commission

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ তাপ উত্তাপের মধ্যে দিয়ে রাজ্যে মিটেছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা SIR পর্ব। এবার সেই SIR নিয়েই নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee On WB SIR)। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যদি 1.36 কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়, তবে অবশ্যই নির্বাচন কমিশনকে সেই তালিকা প্রকাশ্যে আনতে হবে। অন্যথায় বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে বলেও স্পষ্ট দাবি করেন অভিষেক।

    মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ অভিষেকের

    এদিন, বাংলায় SIR নিয়ে কথা বলতে বলতে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বসেন, আগামী বুধবার দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন তিনি। এখানেই শেষ নয়, যে 1.36 কোটি ভোটারের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হচ্ছে তারা কারা এবং দ্রুত যাতে তাদের নাম প্রকাশ করা হয় সেই দাবিও তোলা হবে বলেই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    অবশ্যই পড়ুন: নবম-দশম শ্রেণীতে এক স্কুল থেকে অন্য স্কুলে ইচ্ছে মতো ভর্তির দিন শেষ! নতুন নির্দেশিকা পর্ষদের

    শুধু তাই নয়, এদিন নিজের অবস্থানে অনড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে একপ্রকার সরাসরি নিশানা করেন। তাঁর কথায়, গত নভেম্বরে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে যে পাঁচটি প্রশ্ন করে এসেছিল তার উত্তর এখনও দেননি নির্বাচন কমিশনার। এদিন অভিষেক জ্ঞানেশ কুমারকে ভ্যানিশবাবু বলেও সম্মোধন করেছিলেন! একই সাথে, 1.36 কোটি ভোটার যাদের ক্ষেত্রে অসংগতি রয়েছে তাদের তালিকা প্রকাশ না করা হলে দিল্লিতে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাওয়ের হুশিয়ারিও দেন তৃণমূল নেতা!

    বলাই বাহুল্য, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে অঙ্ক কষে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা নাম বাদ যাওয়া নিয়ে প্রতিবাদ করেছে। এদিন একের পর এক রাজ্যে SIR প্রক্রিয়ার পর সেখানে নাম বাদ দেওয়া ভোটারদের সংখ্যা তুলে ধরে অভিষেককে বলতে শোনা যায়, “বাংলায় 10.5 কোটির মধ্যে 5.79 শতাংশ হারে 58 লাখ 20 হাজার মানুষের নাম বাদ গিয়েছে। অর্থাৎ অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় সব থেকে কম নাম বাদ পড়েছে।”

    অবশ্যই পড়ুন: ২০২৫-এ সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে এই মুসলিম দেশ, তালিকায় রয়েছে রাশিয়াও

    উল্লেখ্য, ভোটার তালিকার নিবিড় সমীক্ষার পর শনিবার থেকে শুরু হয়েছে SIR এর শুনানি। আর এই শুনানি তে ডাক পড়েছে রাজ্যের সাংসদ থেকে বিধায়কের পরিবারের সদস্যদের। সেই তালিকায় নাম উঠেছে বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের দুই পুত্রেরও। সব মিলিয়ে, রাজ্যজুড়ে শুনানি পর্বের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের SIR ইস্যু নিয়ে তোলা প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

    Click here to Read More
    Previous Article
    ভিড় নিয়ে আর নেই চিন্তা! যাত্রীদের সুবিধার্থে মেগা প্ল্যান ভারতীয় রেলের, জানলে খুশি হবেন
    Next Article
    ‘বিজেপি থেকে তৃণমূলে তো যায়নি’, পার্নোকে নিয়ে বিষ্ফোরক রুদ্রনীল

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment