Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    T20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ? BCB-কে ডেডলাইন দিল ICC

    4 দিন আগে

    International Cricket Council gave Bangladesh a deadline.
    International Cricket Council gave Bangladesh a deadline.

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তথা ICC (International Cricket Council) এবার বাংলাদেশ ২০২৬ সালের T20 বিশ্বকাপে খেলতে চায় কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য চলতি সপ্তাহের মধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছে। ইতিমধ্যেই ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে, তারা ভারতে T20 বিশ্বকাপ খেলবে কিনা সেই বিষয়ে আগামী ১০ জানুয়ারি ২০২৬ অর্থাৎ শনিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জানিয়ে রাখি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের T20 বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে স্থানান্তর করার অনুরোধ করেছিল। মূলত, নিরাপত্তার কারণে বিশ্বকাপের ম্যাচগুলি স্থানান্তরের বিষয়ে ICC-র কাছে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও, শেষ মুহূর্তে ICC-র পক্ষে শিডিউলে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়।

    কী জানিয়েছে ICC (International Cricket Council):

    এদিকে, দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুসারে, ভার্চুয়াল সভায় ICC-র প্রতিনিধিরা BCB-কে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা একমাস ব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের ওপর কোনও হুমকির বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে কোনও তথ্য তারা পায়নি। অতএব, এই মুহূর্তে শিডিউলে পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই। জানিয়ে রাখি যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। এদিকে, বাংলাদেশের সমস্ত লিগ ম্যাচ সম্পন্ন হবে ভারতে। যেগুলি খেলা হবে কলকাতা এবং মুম্বাইতে।

    International Cricket Council gave Bangladesh a deadline.

    BCB দাবি করেছে যে, এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে “একসঙ্গে কাজ করার ইচ্ছে’ প্রকাশ করেছে ICC। তবে, ICC-র অবস্থান থেকে সরে আসার কোনও লক্ষণ তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে না। সূত্রগুলি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে যে, বৈঠকে BCB-কে একতরফাভাবে বলা হয়েছিল যে সদস্যদের খেলার চুক্তি (APA) অনুসারে, তাঁদের ভারতে খেলতে হবে। এক্ষেত্রে যেকোনও লঙ্ঘনের ফলে পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। যা ICC টুর্নামেন্টে অস্বাভাবিক নয়। কারণ, আগেও এমনটা ঘটেছে। যদিও, BCB স্পষ্টভাবে এই ধরনের কোনও আল্টিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে।

    আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার! আচমকাই অস্ত্রোপচার এই তারকা খেলোয়াড়ের

    এদিকে, বাংলাদেশ থেকে আরেকটি বিবৃতি সামনে এসেছে যে, তাদের জাতীয় দলকে অপমান করা হয়েছে এবং এই অপমানের কারণে তারা ভারতে টুর্নামেন্ট খেলতে প্রস্তুত নয়। জানিয়ে রাখি যে, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে শুরু হওয়া সমালোচনার আবহে BCCI-এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয় KKR।

    আরও পড়ুন: অবশেষে সমস্ত অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী

    যার ফলে মুস্তাফিজুর IPL ২০২৬-এ খেলতে পারবেন না। এই ঘটনার পরেই প্রতিবাদে বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং তারা আসন্ন T20 বিশ্বকাপে ভারতে খেলতে আসার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে।

    Click here to Read More
    Previous Article
    I-PAC অফিসে ED-র তল্লাশি, কী কী ঘটেছে ভিতরে? মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
    Next Article
    হাড্ডাহাড্ডি টক্কর জি-জলসার, নম্বর বাড়ল ‘পরিণীতা’র, শীর্ষস্থান ফের হাতছাড়া ‘পরশুরাম’এর?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment