Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সুকন্যা থেকে NSC, সহ প্রভিডেন্ট ফান্ড, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদের হার?

    1 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশা ছিল, হয়তো সকলকে চমকে দিয়ে 2025 এর একেবারে শেষে অথবা নতুন 2026 বছরের শুরুতেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কিছুটা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার (Small Savings Interest Rate 2025-26)। তবে জল্পনা বাড়লেও চিত্রটা বদলাল না। 2025-26 আর্থিক বছরের চতুর্থ ক্রাইমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। অর্থাৎ পূর্ব নির্ধারিত সুদের হারই বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে বহাল থাকছে। বলাই বাহুল্য, এর আগে শেষ বারের মতো 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করেছিল সরকার।

    এক নজরে দেখে নিন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বর্তমান সুদের হার

    প্রথম, সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস ডিপোজিটে সুদের হার থাকছে 4 শতাংশ।

    দ্বিতীয়, এক বছরের জন্য ডিপোজিটে 6.9 শতাংশ, 2 বছরের জন্য ডিপোজিটে 7 শতাংশ, 3 বছরের জন্য ডিপোজিটে 7.1 শতাংশ, 5 বছরের ডিপোজিটে 7.5 শতাংশ সুদের হার থাকছে।

    তৃতীয়, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2 শতাংশ সুদের হার বহাল থাকছে।

    অবশ্যই পড়ুন: বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থকে কোন পদ দিল নবান্ন?

    চতুর্থ, মান্থলি ইনকাম স্কিম বা MIS এ সুদের হার 7.4 শতাংশ।

    পঞ্চম, 5 বছরের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার 6.7 শতাংশ।

    ষষ্ঠ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সুদের হার 7.1 শতাংশ।

    সপ্তম, কিষান বিকাশ পত্র 7.5 শতাংশ সুদের হার বহাল থাকবে।

    অষ্টম, সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে সুদের হার থাকছে 8.2 শতাংশতেই।

    নবম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- সুদের হার থাকছে 7.7 শতাংশ।

    অবশ্যই পড়ুন: ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ

    উল্লেখ্য, বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের একেবারে শুরুর দিকেই 25 বেসিস পয়েন্ট রেপোরেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার জেরে বর্তমানে নতুন রেপো রেট 5.25 শতাংশ। এর আগে গত জুনে 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল RBI। বিশ্লেষকদের দাবি, বছরের পর বছর মুদ্রাস্ফীতি কমছে বলেই নাকি কমানো হচ্ছে রেপো রেট।

    Click here to Read More
    Previous Article
    বর্ষবরণের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে দেখা গেল পাক ড্রোন, হামলার ছক পাকিস্তানের?
    Next Article
    ১৮ বছর পর ইতিহাস! কলকাতায় ১১ ডিগ্ৰির ঘরে পারদ, জানুয়ারির শুরুতেই রেকর্ড ঠান্ডা

    Related Finance Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment