Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শুধু মন্দির নয়, এক অনন্য স্থাপত্য, ২৬১ কোটির ‘দুর্গাঙ্গন’এ কী কী চমক থাকছে জানেন?

    2 weeks ago

    Durgangan project learn about the facilities included a grand event with a mega budget

    বাংলা হান্ট ডেস্ক: ২১ জুলাই মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিল বাংলাতেও তৈরি হবে দুর্গাঙ্গন (Durgangan)। দিঘার জগন্নাথ মন্দিরের মতনই তৈরি হবে এই মন্দিরটি। যদিও দিঘায় মন্দিরের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পাশাপাশি বেড়েছে এখানে পর্যটকদের আনাগোনা। একই সঙ্গে দিঘায় বাণিজ্য নতুন গতি পেয়েছে।

    মেগা বাজেটে মহাযজ্ঞ! ‘দুর্গাঙ্গন’ প্রকল্পে কী কী সুবিধা থাকছে জানুন (Durgangan)

    অবশেষে সকল প্রতীক্ষার অবসান। সোমবার পূর্ব ঘোষণার মতন শিলান্যাস হতে চলেছে নিউ টাউনের মুখ্যমন্ত্রী প্রস্তাবিত দুর্গাঙ্গন (Durgangan)। ২৯ ডিসেম্বর নিউটাউনের এই দুর্গাঙ্গন শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই শুরু হয়ে যাবে এই মন্দির তৈরীর কাজ।

    Durgangan project learn about the facilities included a grand event with a mega budget

    আরও পড়ুন: একটুও ভাঙবে না, ক্লাসিক বাঙালি চিতই পিঠে বানাবেন কীভাবে? পৌষ সংক্রান্তির স্পেশাল রেসিপি

    তবে এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আরও একটি মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির তৈরি হচ্ছে কলকাতার শহরের একেবারে উপকণ্ঠে। অর্থাৎ দিঘার মতন এই মন্দির তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। সূত্রের খবর, আর পাঁচটা মন্দিরের মতন এই মন্দিরটি সাধারণ হবে না।

    যদিও বছর ৩ আগে দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যানজিবেল ফেরিতে যে তকমা পেয়েছে। এছাড়া চলতি বছরের ২১ জুলাই শহীদ দিবসের ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউ টাউনে তৈরি হবে দুর্গাঙ্গন। আর সেই মতো কাজের শুরু হয়ে যায়। যদিও এরপর গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসের এর ভিতপুজো করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সময় মতন দিন স্থির করে করা হবে এর পুজো।

    তবে অবশেষে জানা গেল, এই শিলান্যাস ও ভিত পুজো সোমবার হবে (Durgangan)। ‌ নিউ টাউনে হিডকোর তত্বাবধানে এই দুর্গাঙ্গন তৈরি হবে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। প্রসঙ্গত, চলতি বছরে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কয়েকমাসের মধ্যে তা দারুণ জনপ্রিয়ও হয়েছে।  তবে এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    আরাবল্লী নিয়ে নিজের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
    Next Article
    দিনে করতেন ওয়েটারের কাজ, রাতে চলত প্রস্তুতি! UPSC-তে সফল হয়ে স্বপ্নপূরণ জয়গণেশের

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment