Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শ্রীকৃষ্ণ ও পরমহংসদেবকে গুলিয়ে ফেললেন মমতা! ভিডিও পোস্ট করে খোঁচা শুভেন্দুর

    5 দিন আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতকাল ‘গঙ্গাসাগর সেতু’র শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেন বিশিষ্ট এই সেতু তৈরি তৈরি হতে চলেছে খুব শীঘ্রই, যার জন্য খরচ করা হবে প্রায় ১,৭০০ কোটি টাকা। উদ্বোধনী মঞ্চে গতকাল এমনই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে, গতকাল হিন্দু ধর্ম সম্পর্কে এক বিভ্রান্তিমূলক মন্তব্য করে বসলেন মমতা, ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর মধ্যে গুলিয়ে ফেললেন তিনি, যা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ পরমহংসদেব বললেন মমতা!

    গতকাল অর্থাৎ সোমবার শুভেন্দু অধিকারী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে মমতা হিন্দু ধর্ম নিয়ে একাধিক মন্তব্য করছিলেন। ভিডিওতে মমতাকে বলতে শোনা যায়, ভগবান শ্রীকৃষ্ণকে তিনি শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলছেন। আর সেই নিয়ে শুভেন্দু অধিকারী জানান, “হিন্দু ধর্ম কে যিনি ‘গন্দা ধর্ম’ বলেন, মহাকুম্ভ কে মৃত্যুকুম্ভ বলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, ভাগবদ্গীতা সম্পর্কে কতটুকু জানেন সে নিয়ে বাস্তবিকই সন্দেহ রয়েছে। মাননীয়া আপনি হিন্দু ধর্ম সম্পর্কে যখনই মুখ খোলেন, তখনই আপনি কাল্পনিক, আজগুবি, অসত্য সব কথাবার্তা বলেন।”

    আরও পড়ুনঃ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি?

    মমতাকে চরম কটাক্ষ শুভেন্দুর

    ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর মধ্যে গুলিয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানান, “মাননীয়া আপনার জ্ঞাতার্থে বলি ‘পরমহংস’ একটি সংস্কৃত উপাধি, পরমহংস হিন্দু ধর্মের সেই গুরুদেব কে বলা হয় যিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ, যিনি পরম জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অধিকারী বা মোক্ষ লাভ করেছেন, শুদ্ধমনা, সংযত আত্মা, নির্বিকার, সমদর্শী এবং জাগতিক মায়া ও আসক্তি থেকে যিনি সম্পূর্ণ মুক্ত। ‘পরমহংস’ শব্দের অর্থ ‘সর্বোচ্চ রাজহাঁস’। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে পরমহংস বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সৃষ্টির স্বামী, তিনিই সম্পূর্ণ জগতের সৃষ্টিকর্তা। ভগবান শ্রীকৃষ্ণর উপাসক পরমহংস হতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কে পরমহংস বলা যায় না, বললে ভগবানকে অসম্মান করা হয়।”

    আরও পড়ুন: ৮১-তে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কালমাডি! আজই হবে শেষকৃত্য

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে এর আগে বারংবার আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারেও সেই কটাক্ষের মাধ্যমে মমতাকে টার্গেট করলেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় আরও জানান যে, “পশ্চিমবঙ্গের কেউ ‘এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী’ এরকম পাঁচালী পড়েছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমনকি ভুলভাল সরস্বতী প্রণাম মন্ত্রকেও পাঁচালী বলে আপনি চালানোর আজ চেষ্টা করলেন। আসলে হিন্দুদের আপনি সবসময় অপমান করছেন শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য। প্রত্যেক হিন্দু এবার আপনাকে সব অপমানের জবাব দেবে।” যদিও এই নিয়ে এখনো তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

    Click here to Read More
    Previous Article
    বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে BCCI-র? জেনে নিন
    Next Article
    জানুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট, নতুনদের জন্যও এল ‘ভালো খবর’

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment