Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সোনা কিনবেন ভাবছেন? বছরের শেষে কমল ২২ ও ২৪ ক্যারাটের দাম, কত জানুন

    2 সপ্তাহ আগে

    Gold Price check out the market at the end of the year

    বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছু দিন ধরে সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগে ছিল। এমনকি সোমবার হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতা ও বিক্রেতারা। বছর শেষে সোনার দাম কত হয়েছে তা একবার দেখে নিন।

    বছর শেষে বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখে নিন (Gold Price)

    মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। তবে বছর শেষে কিছুটা কমেছে সোনার দাম। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

    Gold Price check out the market at the end of the year

    আরও পড়ুন: শুধু মন্দির নয়, এক অনন্য স্থাপত্য, ২৬১ কোটির ‘দুর্গাঙ্গন’এ কী কী চমক থাকছে জানেন?

    সোমবার  কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা।দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১লক্ষ ৩০ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৮৬০ টাকা।

    মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭৬০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৭১০ টাকা।

    সোনা কেনার (Gold Price) ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

    Click here to Read More
    Previous Article
    ডিগবাজি! ৩১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আবহাওয়ার আগাম খবর
    Next Article
    খড়গপুর ডিভিশনে বিনা টিকিটে ৪০০ যাত্রী, একদিনেই রেলের আয় আড়াই লক্ষ টাকা

    Related Others Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment