Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    SIR বিতর্কে নতুন মোড়, ‘সীমা খান্নার চ্যাট আমার কাছে’ বলে বিস্ফোরক অভিষেক

    2 সপ্তাহ আগে

    Abhishek Banerjee attacks EC over SIR raises Seema Khanna issue
    Abhishek Banerjee attacks EC over SIR raises Seema Khanna issue

    বাংলা হান্ট ডেস্কঃ SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। এখন শুরু হয়েছে শুনানি পর্ব। তার মধ্যেই শাসক ও বিরোধী পক্ষের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি সীমা খান্না নামে এক আধিকারিকের ভূমিকা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

    SIR নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেকের (Abhishek Banerjee)

    সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, তাঁর কাছে একাধিক চ্যাটের স্ক্রিনশট রয়েছে, যেখানে সীমা খান্না নামে এক মহিলার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিষেকের দাবি, দিল্লিতে বসে কার অঙ্গুলিহেলনে তিনি কাজ করছেন, সেই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে।

    সীমা খান্নাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

    অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট করে বলেন, “আমার কাছে স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছেন। তাঁর ভূমিকা কী? কার নির্দেশে তিনি দিল্লিতে কাজ করছেন?” তিনি আরও জানান, সীমা খান্না হলেন ডিজি আইটি, অ্যাটাচড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অভিষেকের কথায়, তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তবে তিনি যেন তাঁর বিরুদ্ধে মামলা করেন। কারণ তাঁর কাছে চ্যাটের প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

    ১ কোটি ৩৬ লক্ষ বাঙালি কীভাবে সন্দেহভাজন? প্রশ্ন তোলেন অভিষেক

    SIR প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee) প্রশ্ন তোলেন, কীভাবে একটি সফ্টওয়্যার ব্যবহার করে ১ কোটি ৩৬ লক্ষ বাঙালিকে ‘Suspicious List’-এ ঢোকানো হল। তাঁর দাবি, যদি এত বড় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে, তাহলে সেই তালিকা প্রকাশ করতেই হবে।

    তিনি বলেন, “আপনি চাইলে ২ কোটি, ৩ কোটি নাম ঢোকান। কিন্তু লিস্ট রিলিজ করতে হবে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, সব দলের প্রতিনিধিরা যাচাই করবেন। সাংবাদিকরাও যাবেন। লিস্ট রিলিজ করতে অসুবিধা কোথায়?”

    অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, তাঁকে বলা হয়েছে তিনি ভুল করেছেন। কিন্তু কী ভুল করেছেন, তা এখনও জানানো হয়নি। তাঁর কথায়, “আমাকে বলা হল, তুমি ভুল করেছ। কিন্তু কী ভুল করেছি, সেটা তো বলতে হবে!” সাংবাদিক বৈঠকে অভিষেক আরও বলেন, যদি সত্যিই বাংলায় ১ কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি ভোটার থাকে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব সেই তালিকা প্রকাশ করা। তাঁর কড়া বক্তব্য, “হয় লিস্ট রিলিজ করুন, নাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। দু’টোর মধ্যে একটা করুন।”

    Abhishek Banerjee Twin Virtual Meets Before Crucial Phase

    আরও পড়ুনঃ বাংলাদেশি সন্দেহে ওড়িশায় সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ‘খুন’! গর্জে উঠলেন মমতা, নেওয়া হল বড় পদক্ষেপ

    কমিশনের কাছে দু’টি স্পষ্ট দাবি

    অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশনকে হয় ১ কোটি ৩৬ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশ করতে হবে, না হলে স্বীকার করতে হবে যে ভুল হয়েছে এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এই মন্তব্যের মধ্য দিয়েই SIR ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত আরও তীব্র হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    মহিলারা পাবেন ১০০০ টাকা পেনশন, বছর শেষের আগে রাজ্য সরকারের নয়া স্কিম
    Next Article
    দূষণ রুখতে ঝাড়খণ্ড সীমান্তে প্রায় ৮০০ কিমির ‘সবুজ প্রাচীর’ নির্মাণ করছে পশ্চিমবঙ্গ সরকার

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment