Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সিন্ধু চুক্তি স্থগিতর পর চন্দ্রভাগার উপর নয়া বিদ্যুৎ প্রকল্প! পাকিস্তানকে আরও চাপ ভারতের

    2 সপ্তাহ আগে

    Indus Waters Treaty
    Indus Waters Treaty

    সৌভিক মুখার্জী, কলকাতা: সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) ঘিরে ভারত আর পাকিস্তানের সম্পর্ক যখন চরম উত্তেজনার মধ্যে, ঠিক সেই সময় বিরাট সিদ্ধান্ত নিল দিল্লি। হ্যাঁ, জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় চন্দ্রভাগা নদীর উপর নতুন করে জলবিদ্যুৎ প্রকল্পের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার। আর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মঞ্চে ফের আলোচনা শুরু হয়েছে।

    কোন প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র?

    আসলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সম্প্রতি এক বৈঠকে দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পে মোট ২০৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপন্ন হবে এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩২০০ কোটি টাকা। সংবাদসংস্থা অনুযায়ী খবর, ইতিমধ্যেই একাধিক সংস্থা এর জন্য টেন্ডার জমা দিয়েছে, আর খুব শীঘ্রই কাজের বরাত দেওয়া হতে পারে।

    আরও পড়ুনঃ ২০২৬ সালে চাকরি হারালে কতদিন পর PF-র টাকা তুলতে পারবেন? জানুন EPFO-র নিয়ম

    প্রসঙ্গত, চন্দ্রভাগা নদী সিন্ধু উপত্যকার অংশ। আর ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী, এই নদীর জল ব্যবহারের অধিকার শুধুমাত্র পাকিস্তানেরই ছিল। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত একতরফাভাবে সেই চুক্তি স্থগিত করে দেয়। এরপর থেকেই চন্দ্রভাগা ও সিন্ধু অববাহিকায় একের পর এক প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে নয়া দিল্লি। সেই সূত্রে দুলহস্তী স্টেজ-২ একটি গুরুত্বপূর্ণ অংশ তা বলা চলে। কেন্দ্রীয় প্যানেলের বৈঠকে জানানো হয়, প্রকল্পের নকশা মূলত চুক্তির কাঠামো মেনেই তৈরি। কিন্তু ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকেই সেই চুক্তি স্থগিত।

    আরও পড়ুন: LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

    উল্লেখযোগ্যভাবে, কিশতওয়ারে ৩৯০ মেগাওয়াট ক্ষমতার দুলহস্তী স্টেজ-১ প্রকল্প ২০০৭ সাল থেকেই চালু রয়েছে। তবে নতুন স্টেজ দুই প্রকল্পটি সেই বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ বলা চলে। কারণ, এবার বিদ্যুৎ আরও বেশি পরিমাণে উৎপন্ন হবে। পরিকল্পনামাফিক স্টেজ-১ থেকে আলাদা একটি নালার মাধ্যমে জল পৌঁছবে স্টেজ-২ কেন্দ্রে। আর সেই ধারার দৈর্ঘ্য হবে ৩৬৮৫ মিটার এবং প্রস্থ ৮.৫ মিটার। পাশাপাশি এই প্রকল্পের জন্য মোট ৬০.৩ হেক্টর জমির প্রয়োজন হবে। এখন শুধুমাত্র এই কাজ শুরু হওয়ার পালা।

    Click here to Read More
    Previous Article
    হাওড়াগামী বন্দে ভারত এস্কপ্রেসের সপ্তাহে তিনদিন স্টপেজ বাড়াল রেল
    Next Article
    রান্নায় নুন বেশি হয়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে মুহূর্তে ঠিক করার কৌশল জানুন

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment