Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    রাতের অন্ধকারে দরজা আটকে দুই হিন্দু ঘরে অগ্নিসংযোগ, বেড়া কেটে প্রাণরক্ষা বাসিন্দাদের

    2 সপ্তাহ আগে

    Bangladesh Fire
    Bangladesh Fire

    সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের অগ্নিসংযোগের ঘটনা (Bangladesh Fire)। গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে দুটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুর্বৃত্তদের বিরুদ্ধে। টিন এবং বাঁশের বেড়া কেটে কোনওক্রমে তাঁরা ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচেছে। ঘটনাটি ঘটে সোমবার ভোর পাঁচটার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে। আর এতে দুই হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা তুমুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রাতের অন্ধকারে বাড়িতে আগুন

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, আগুনে মোট সাতটি ঘর পুড়ে যায়। ঘর দুটি গ্রামের বাসিন্দা সুখ শীল এবং অনিল শীলের। সুখ শীল দুবাই প্রবাসী এবং অনিল শীল দিনমজুর। ঘটনার সময় দুই পরিবারের মোট আটজন সদস্য ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। বাসিন্দাদের বক্তব্য, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎ ভোর রাতে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে তারা আতঙ্কিত হয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

    এদিকে অনিল শীলের ছেলে মিঠুন শীল যিনি দুবাই থেকে তিন মাস আগে ছুটিতে এসে বিয়ে করেন। তিনি জানিয়েছেন, আগুনে তাঁর পাসপোর্ট থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এবং নগদ ৯০ হাজার টাকা পুড়ে গিয়েছে। তাঁর বক্তব্য, ঘর থেকে বের হতে গিয়ে দেখি দুই দরজা বাইরে থেকে আটকানো। এরপর উপায় না দেখে আমরা টিন আর বাঁশের বেড়া কেটে যে যেভাবে পেরেছি বের হয়ে এসেছি। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের সেনা ছাউনিতে সতীর্থের হাতেই খুন জওয়ান! ঘনাচ্ছে রহস্য

    সূত্রের খবর, আগুন লাগার খবর পেয়ে গেল সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার। তাঁরা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন। এমনকি ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৫ কেজি চাল, নগদ ৫০০০ টাকা এবং কম্বল দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের তরফ থেকে।

    Click here to Read More
    Previous Article
    কপাল পুড়বে ইউনূসের? আওয়ামী লিগের নিষেধাজ্ঞা নিয়ে বিরোধীতা করল যুক্তরাষ্ট্র
    Next Article
    ‘ইউনূসই খুন করিয়েছে, ওকেও দেশ ছাড়তে হবে!’ অন্তর্বর্তী সরকারকে তুলোধোনা হাদির ভাইয়ের

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment