Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পুরসভার জলেই মরণফাঁদ! বিষক্রিয়ায় প্রাণ গেল ৭ জনের, গুরুতর অসুস্থ শতাধিক মানুষ

    1 সপ্তাহ আগে

    Indore poison in the municipal drinking water seven dead and over a hundred ill

    বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে ‘জল ই জীবন’। কিন্তু সেই জল খেয়ে গুরুতর আহত শতাধিক মানুষ। পাশাপাশি মৃত্যুদে এসে সাতজনের বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইন্দরের (Indore) ভগিরথপুরা এলাকায়। এছাড়া এই ঘটনায় যথারীতি চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। যদিও এই পুরসভার পানীয় জল সরবরাহে মৃত্যুর কথা স্বীকার করে দিয়েছে প্রশাসন। তবে শহরের মেয়রের কথায় স্পষ্ট অন্তত সাতজনে প্রাণ খেয়ে গিয়েছে এই বিষাক্ত পানিও পান করে।

    পুরসভার পানীয় জলে বিষ! ইন্দোরে মৃত ৭, অসুস্থ শতাধিক (Indore)

    স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ইন্দোরের (Indore) সম্প্রতি ওই এলাকায় নলবাড়িতে জল পান করে একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। তাদের দাবি এই জল খেয়ে মৃত্যু হয়েছে সাত জনের। আর বাকি যারা অসুস্থ রয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এই বিষয়ে এলাকার মেয়র পুষ্যমিত্র ভার্গব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আরও চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি আরও জানান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    Indore poison in the municipal drinking water seven dead and over a hundred ill

    আরও পড়ুন:  নিউ ইয়ার বোনানজা! এক বছর প্রতিদিন ৩ জিবি ডেটা, গ্রাহকদের জন্য ঝড় তুলল এই সংস্থা

    তবে কিভাবে এই দূষণ ছড়িয়েছে সেই নিয়ে সরকারের তরফ থেকে কোন রিপোর্ট পেশ করা হয়নি। তবে ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার দেখতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে জানানো হয়েছে ভগিরথ পুরাই পুরসভার দাওয়া পানীয় জলের মূল পাইপলাইনের ছিদ্র ধরা পড়েছে। সেটির উপর একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। মনে করা হচ্ছে, সেখান থেকে পালিয়ে জলে দূষণ ছড়িয়েছে।

    এছাড়াও এই বিষয়ে ইন্দরের ভগিরথপুর এলাকার কাউন্সিলার কমল বঘেলা জানান, গত ২৫ ডিসেম্বর থেকে এলাকাবাসীরা অভিযোগ জানায় ছিলেন। পুরসভার সরবরাহের করা পানীয় জলে তারা এক ধরনের গন্ধ পাচ্ছিল। পাশাপাশি ওই জল পান করে এতজন মানুষ অসুস্থ হয়েছে বলে তিনি মনে করছেন। তবে জল কিভাবে দূষিত হলে তা ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পরেই বোঝা যাবে।

    তবে ইন্দরের (Indore) এই ঘটনার পর, জনস্বাস্থ্য নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্বেগ দানা বেঁধেছে সাধারণ মানুষদের মনে। অস্বস্তির মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারও। তবে এই ঘটনার অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে তিন সদস্যের একটা কমিটি গঠন করেছেন তারা। এই বিষয়ে, বুধবার মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, সরকারি ভাবে তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে আমরা আরও চার জনের মৃত্যুর খবর পেয়েছি। পাশাপাশি যাঁদের গাফিলতিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেছেন মেয়র।

    Click here to Read More
    Previous Article
    ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ
    Next Article
    বছরের প্রথম দিন সোনার দামে সুখবর, দুঃসংবাদ শোনাচ্ছে রুপো! আজকের রেট

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment