Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খানের নাম

    1 মাস আগে

    Shah Rukh Khan
    Shah Rukh Khan

    প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তারপরেই শুরু হতে চলেছে ২৬ এর নতুন পথ চলা। কিন্তু এবার বছর শেষের আগেই শাহরুখ প্রেমীদের জন্য এক বড় সুখবর প্রকাশ্যে এল। আরও একবার নয়া সাফল্যের রেকর্ড গড়ে তুলল সকলের প্রিয় কিং খান (Shah Rukh Khan)। তবে এবারের সাফল্য শুধুমাত্র বক্স অফিসে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বমঞ্চে ভারতীয় হিসেবে এক নতুন ইতিহাস রচনা করলেন তিনি। জানা গিয়েছে, প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ খান।

    একের পর এক সাফল্য শাহরুখের

    চলতি বছর যেন আক্ষরিক অর্থে শাহরুখ বর্ষ। কারণ ব্যক্তিগত ও পেশাগত জীবনে শাহরুখ খান একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন ২০২৫ এ। তিন দশকের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। এছাড়াও, ১০ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। পারিবারিক ক্ষেত্রেও বেশ সুনাম হয়েছে খান পরিবারে। পুত্র আরিয়ান খানের পরিচালিত সিনেমায় এই বছরেই প্রথমবার আত্মপ্রকাশও ঘটেছে কিং খানের। তাই সবদিক থেকেই যেন তাঁর কপাল খুলে গিয়েছে। গোটা বছরটা যেখানে তাঁর সঙ্গ দিয়েছে, সেক্ষেত্রে শেষটাও বা কেন বাদ যাবে। তাই এবার নিউ ইয়র্ক টাইমসের সেরা ১০০ ফ্যাশনিস্তার তালিকায় যুক্ত হল শাহরুখ পালক।

    মেট গালায় তুলে ধরলেন আইকনিক লুক

    জানা গিয়েছে, চলতি বছর বিশ্ব বিখ্যাত ফ্যাশন ইভেন্টে নিউ ইয়র্কের মেট্রো পলিটান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিং খান। আর সেখানেই অনবদ্য ফ্যাশন লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড এই সুপারস্টার। যদিও এই কারুকার্যের নেপথ্যে ছিলেন খ্যাতানামা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। তিনিই কিং খানের জন্য ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার ‘বন্ধ গলা’ পোশাক তৈরি যা পশ্চিমী সিনেদুনিয়ার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। কিন্তু তখন কে জানত এই ফ্যাশন লুকই ‘মোস্ট স্টাইলিশ’ ক্যালেন্ডারে নাম তুলবে শাহরুখের। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক খুশি শাহরুখ প্রেমীরা।

    আরও পড়ুন: দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী! মৃত্যু দুজনার, ভয়ংকর কাণ্ড সন্দেশখালিতে

    উল্লেখ্য, এবারের মেট গালার থিম ছিল কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’। শাহরুখ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফ্যাশনের চেয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন। সেই কারণে তিনি ওই সময় মেট গালার মঞ্চে বলেছিলেন যে, “আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরি। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।” আর তাঁর সেই কথার রেশ ধরেই এবার নিউ ইয়র্ক টাইমসের পাতায় ভারতের নাম উজ্জ্বল করে তুলে ধরলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    কত টাকার মালিক অভিনেতা অক্ষয় খান্না?
    Next Article
    জুহিদের কাছে থেকে KKR-র অতিরিক্ত শেয়ারও কিনে নিচ্ছেন শাহরুখ খান!

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment