Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    প্রশাসনের শীর্ষ পদে বদল? কে হবেন রাত পরবর্তী মুখ্যসচিব? তুঙ্গে জল্পনা

    1 week ago

    Chief Secretary of West Bengal Speculation Grows Over Next Appointment
    Chief Secretary of West Bengal Speculation Grows Over Next Appointment

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রশাসনের শীর্ষ পদে (Chief Secretary of West Bengal) কে বসতে চলেছেন, তা নিয়ে এখন জোর জল্পনা। বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ আজ, অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। ভোটের আগে তাঁর মেয়াদ আরও বাড়বে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা না আসায় প্রশাসনের অন্দরে অনিশ্চয়তা বেড়েই চলেছে।

    আজ শেষ হচ্ছে মনোজ পন্থের মেয়াদ (Chief Secretary of West Bengal)

    বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থ ৬ মাসের এক্সটেনশনে ছিলেন। সেই মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। রাজ্য সরকারের তরফে ভোটের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আবেদন করে দিল্লিতে ডিওপিটি-তে পাঠানো হয়েছিল। তবে প্রশাসনিক সূত্রের খবর, সেই আবেদনের কোনও জবাব এখনও এসেছে কি না, তা নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।

    এই পরিস্থিতিতে প্রশাসনের অন্দরে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। যদি মনোজ পন্থের মেয়াদ আর না বাড়ানো হয়, তাহলে পরবর্তী মুখ্যসচিব হিসেবে কয়েকজন শীর্ষ আমলার নাম ঘুরছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, সম্ভাব্য তালিকায় রয়েছেন –

    • নন্দিনী চক্রবর্তী
    • বরুণ রায়
    • অত্রি ভট্টাচার্য
    • প্রভাত মিশ্র

    এর আগেও একবার মিলেছিল এক্সটেনশন

    এর আগে মনোজ পন্থের মুখ্যসচিব পদে (Chief Secretary of West Bengal) থাকার কথা ছিল ৩০ জুন পর্যন্ত। কিন্তু সেই সময় কেন্দ্র থেকে এক্সটেনশনের সবুজ সংকেত আসে।

    কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতর (ডিওপিটি) মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় জানায়, ২৮ জুন রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতেই মনোজ পন্থকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব হিসেবে এক্সটেনশন দেওয়া হচ্ছে।

    কীভাবে মুখ্যসচিব হন মনোজ পন্থ?

    প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিবের (Chief Secretary of West Bengal) দায়িত্ব নেন মনোজ পন্থ। এর আগে গোপালিকার মেয়াদ বাড়ানোর জন্যও রাজ্য সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদনে কেন্দ্র সায় দেয়নি। তারপরই মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পান মনোজ পন্থ।

    Chief Secretary of West Bengal Speculation Grows Over Next Appointment

    আরও পড়ুনঃ এসপ্ল্যানেড পেরিয়ে সিঙ্গুর-ডায়মন্ড হারবার! কতদূর অব্দি মেট্রো চালানোর পরিকল্পনা ছিল মমতার? জানলে অবাক হবেন

    এখন সব নজর কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। মনোজ পন্থের মেয়াদ ফের বাড়ানো হয়, নাকি রাজ্য পায় নতুন মুখ্যসচিব (Chief Secretary of West Bengal), সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রশাসনের অন্দরে চলছে অপেক্ষা, কৌতূহল আর জল্পনা। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    ভোটাধিকার নিয়ে শঙ্কা! SIR-এ নাম বাদ পড়লে কী করবেন? জানালেন মমতা
    Next Article
    মহম্মদ শামিকে নিয়ে মত বদলাবে BCCI, টিম ইন্ডিয়ায় ফিরবেন কবে?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment