Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পিনাকের পর প্রলয়ের গর্জন! বঙ্গোপসাগরে সম্পন্ন হল নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    1 সপ্তাহ আগে

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি উল্লেখযোগ্য প্রদর্শন হলো স্বদেশি প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। বুধবার সকালে ওড়িশা উপকূল থেকে একই লঞ্চার থেকে পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা নির্ধারিত লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে। এই পরীক্ষা চলতি সপ্তাহের শুরুতেই পিনাকা রকেট সিস্টেমের সাফল্যের পর সম্পন্ন হয়।

    ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফলভাবে উৎক্ষেপণ করল ভারত (India)

    প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় প্রায় ৭,৫০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার মধ্যে কার্যকর। প্রলয় মূলত একটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইল, যা এক হাজার কিলোগ্রাম পর্যন্ত গোলাবারুদ বহন করতে সক্ষম। এর আঘাত হানার ক্ষমতা অত্যন্ত বিধ্বংসী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    আরও পড়ুন:রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী! স্বরাষ্ট্রসচিব জেপি মিনা, বড় দায়িত্ব পেলেন পন্থও

    এই ক্ষেপণাস্ত্র শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা বা সরবরাহ অবকাঠামো দ্রুত ধ্বংস করতে সক্ষম। সেনাবাহিনীর আধুনিকীকরণ ও সীমান্ত নিরাপত্তায় প্রলয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণায় স্বনির্ভরতার দিকেও একটি বড় পদক্ষেপ।

    মাত্র দুই দিন আগে, ডিআরডিও ১২০ কিলোমিটার পাল্লার পিনাকা রকেট সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছিল। সামরিক সূত্রে দাবি করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ঢাকা বা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলিও আওতায় আসে। প্রলয়ের পরীক্ষা এই ধারাবাহিকতায় আরও একটি সক্ষমতা যুক্ত করেছে।

    India successfully launched the 'Pralay' missile.

    আরও পড়ুন:পাত্তা পেল না ‘নো ইন্ডিয়া’ স্লোগান! খিদে মেটাতে ফের ভারত থেকে ৫০,০০০ টন চাল কিনবে বাংলাদেশ

    এর আগে গত ২৩ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ৩,৫০০ কিলোমিটার পাল্লার কে-৪ ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছিল, যা দুই টন পর্যন্ত পারমাণবিক অস্ত্রশস্ত্র বহনে সক্ষম। ডঃ এপিজে আবদুল কালামের সম্মানে নামকরণ করা এই মিসাইল সিরিজের সাফল্য এবং প্রলয় ও পিনাকার মতো হালকা ও স্বল্প পাল্লার ব্যবস্থাগুলির পরীক্ষার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা শক্তি ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে বলে প্রতিরক্ষা মহল বিশ্লেষণ করছে।

    Click here to Read More
    Previous Article
    অমিত শাহের বৈঠকে উপস্থিত দিলীপ ঘোষ!
    Next Article
    ভারতকে ঘিরে ফেলতে এই ৪ দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চিন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment