Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পার্কিং জোন নিয়ে মহা সমস্যা! সাধারণের জন্য বড় সিদ্ধান্ত নিল চুঁচুড়া পুরসভা, আনা হল একাধিক পরিবর্তন

    1 week ago

    প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যস্ততার মধ্যেই যানজটের সমস্যা লেগেই রয়েছে হুগলির সদর শহর চুঁচুড়ায় (Chinsurah)। গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যত্রতত্র পার্কিং দেখা যাচ্ছে, এরফলে সাধারণের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে কয়েক মাস আগেই শহরের বিভিন্ন রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ‘পার্কিং জোন’ করতে উদ্যোগী হল হুগলি-চুঁচুড়া পুরসভা। কিন্তু মাত্র সাত মাসেই সিদ্ধান্ত বদল! শহরের পার্কিং এবার তুলে দিল চুঁচুড়া পুরসভা।

    পার্কিং জোন নিয়ে নিয়ম বদল চেয়ারম্যানের

    উল্লেখ্য, চুঁচুড়া শহর অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন একটি শহর। এমনকি এই শহরে লোকসংখ্যাও অধিক। যার ফলে নির্দিষ্ট কোন জায়গায় পার্কিং করতে পারে না শহরে আসা মানুষজন। যেতাই যানজট অবধারিত। তাই সমস্যা সমাধানে গত মে মাসে পুরসভার নির্দিষ্ট কয়েকটি জায়গায় ‘পার্কিং জোন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়ছিল। এরফলে একদিকে যেমন যানজট সমস্যায় লাগাম দেওয়া যাচ্ছিল ঠিক তেমনই অন্য দিকে কিছুটা আর্থিক দিকেও লাভবান হচ্ছিল পুরসভা। কিন্তু সেগুড়ে বালি। নতুন চেয়ারম্যান আসতেই সব নিয়ম বদলে গেল।

    সাংবাদিক বৈঠকে কী বললেন চেয়ারম্যান?

    রিপোর্ট মোতাবেক চুঁচুড়া পুরসভার নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের অভিযোগ, যাঁরা টেন্ডার নিয়ে এই পার্কিংয়ের দায়িত্ব পেয়েছিলেন, তাঁরা শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিং করে টাকা তুলছিলেন। তাঁদের কাজেও বেশ অসঙ্গতি দেখা দিয়েছিল, যার ফলে হয়রানি বাড়ছিল সাধারণের। তাই শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল চেয়ারম্যান। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হল যে নতুন বছর থেকেই চুঁচুড়া শহরে গাড়ি পার্কিংয়ের জন্য আর কোনও টাকা দিতে হবে না। সৌমিত্রবাবু আশা রাখছেন যে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও।

    আরও পড়ুন: ‘মমতার দুর্গা অঙ্গন সম্পূর্ণ আইন বিরোধী মামলা হবে!’ গৌতম দেব, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার

    কী বলছেন বিধায়ক?

    পার্কিং জোন বিষয়ে নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের সিদ্ধান্তে সহমত দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। তিনি জানান, কেএমডিএ-র কাছে ২১০টি রাস্তার সংস্কার ও নির্মাণের আবেদন করা হয়েছিল। তার মধ্যে ১৮৮টি রাস্তার অনুমোদন মিলেছে পথশ্রী প্রকল্পের অধীন। রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হয়ে যাবে। পাশাপাশি নিকাশি ব্যবস্থা, জলকল, স্বাস্থ্যকেন্দ্র-সহ পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এছাড়াও প্রত্যেক রবিবার বিধায়ক ও চেয়ারম্যানে পুরসভায় জনতার দরবার বসিয়ে নাগরিকদের অভাব-অভিযোগ শুনবেন এবং সমস্যার সমাধান করবেন। এবং শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মাসে অন্তত একদিন কাউন্সিলর সাফাই কাজ তদারকি করবেন বলেও জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ডলারের তুলনায় টাকার দাম কেন এত কমছে? কোথায় ব্যর্থ ভারতের অর্থনীতি?
    Next Article
    জামিন পেলেও শরীর ভালো নেই! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ, কী হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment