Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পাকিস্তানের উপর রেগে লাল সৌদি আরব! মুনিরদের সাথে দেখা করলেন না যুবরাজ সলমান

    1 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইয়েমেনের দক্ষিণ বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সম্প্রতি হাদারামুত এবং মহরা প্রদেশের বিশাল অংশ দখল করেছে। রিপোর্ট অনুযায়ী, এই কর্মকান্ডে সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এদিকে সৌদি আরব ইয়েমেন থেকে বাহিনী প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে। যা নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে একপ্রকার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আর ঠিক সেই আবহে, বলি হল পাকিস্তান! জানা গিয়েছে, গত 1 জানুয়ারি, সৌদি সফরের কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও আসিম মুনিরের। তবে সৌদি আরবের কর্মকর্তারা তাদের সেই অনুমতি দেননি। শুধু তাই নয়, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান (Mohammed Bin Salman) পাকিস্তান সেনাপ্রধান মনির সহ অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছেন।

    পাক নেতাদের সাথে দেখা করতে চাননি সৌদি আরবের যুবরাজ?

    ANI সূত্রে খবর, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন মেজর আদিল রাজা ইতিমধ্যেই দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট পাকিস্তান সফরের কারণে সৌদি আরবের যুবরাজ সলমান পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির সহ অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। বলাই বাহুল্য, এর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়েমেনে পাঠানো হয়েছিল এক চালান অস্ত্র। পরবর্তীতে সৌদি বিমান হামলার ঘটনা জানা সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী শরীফ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে নুরখান বিমান ঘাঁটিতে স্বাগত জানিয়েছিলেন।

    অবশ্যই পড়ুন: কবে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল! জানিয়ে দিল রাজ্য সরকার

    পাকিস্তানের প্রাক্তন সেনা জেনারেল আদিল রাজার মতে, মুনির ভেবেছিলেন সৌদি আরব হয়তো সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সফরকে খুব একটা গায়ে লাগাবেন না। তবে হলো ঠিক উল্টো। সৌদি আরবের যুবরাজের সাথে দেখা করার জন্য রিয়াদ সফরের পরিকল্পনা করেও দেখা পেলেন না পাকিস্তানের সেনা প্রধান সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।

     

    পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিবর্তনের পরিকল্পনা চলছে?

    এদিন প্রাক্তন পাকিস্তানি আদিল রাজা এও দাবি করেন, “পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর নওয়াবাদ শরীফ এবং তাঁর মেয়ে এই মুহূর্তে দুবাইতে রয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বৈঠক করছেন।” পাকিস্তানের প্রাক্তন সেনা মেজরের দাবি, নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজ নাকি চান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুনিরকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে গড়ে তোলার জন্য চাপ দিক।

    অবশ্যই পড়ুন: কদিন পরেই চলবে হাওড়া থেকে, আগেই দেখে নিন বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা

    শুধু তাই নয়, আদিল রাজার এও অভিযোগ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্পূর্ণভাবে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। মূলত এই সব কারণেই সৌদি আরব পাকিস্তানের ওপর বেজায় ক্ষুব্ধ। রাজা এও প্রকাশ করেন, সৌদি আরবের যুবরাজ চান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হোক।

    Click here to Read More
    Previous Article
    ১৬ বছরেও হয়নি নিয়োগ! নবান্ন অভিযানের ডাক গ্রুপ ডি প্রার্থীদের
    Next Article
    নিয়ম বদল! রাজ্য সরকারি কর্মীদের চিকিৎসায় বড় স্বস্তি দিল অর্থ দপ্তর, জারি বিজ্ঞপ্তি

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment