Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    অস্ত্রোপচার দলের গুরুত্বপূর্ণ সদস্যের, T20 বিশ্বকাপের আগে চিন্তার খবর টিম ইন্ডিয়ায়

    3 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেলো ভারত। গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার হল ভারতীয় ক্রিকেটার তিলক বর্মার (Tilak Varma Operation)। ফলে নিউজিল্যান্ড সিরিজ তো বটেই সেই সাথে তিলক বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে গভীর সংশয়। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমন খবরই উঠে এসেছে।

    কী হয়েছে তিলক বর্মার?

    দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সাময়িক ছুটি কাটিয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন তিলক বর্মা। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, ঘরোয়া ক্রিকেট খেলার সময় হঠাৎ তলপেটে ব্যাপক চোট পান ভারতীয় ক্রিকেটার। এর ফলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে থাকে তাঁর। জানা যায়, বুধবার সকালে খাবার খাওয়ার পর তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব হতে শুরু করে খেলোয়াড়ের। শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেন তিলকের শরীরে অস্ত্রপচার প্রয়োজন।

    অবশ্যই পড়ুন: ১৫০ টাকা করে জমিয়ে মিলবে ২৬ লাখ! সন্তানের ভবিষ্যতের চাবিকাঠি LIC-র এই পলিসি

    এরপরই নিয়ম মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সের চিকিৎসকদের কাছে সমস্ত তথ্য পাঠানো হলে পরবর্তীতে নিয়ম মেনে হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার হয় খেলোয়াড়ের। আর এর পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য একপ্রকার অনিশ্চিত হয়ে পড়লেন তিলক বর্মা। শুধু তাই নয়, বেশ কয়েক সংবাদমাধ্যম দাবি করছে, নিউজিল্যান্ড সিরিজে তিনি খেলতে পারবেন না এটা নিশ্চিত। সেই সাথে আসন্ন বিশ্বকাপের প্রথম দিকে তিলক মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অপারেশনের পর তিলক বর্তমানে সুস্থ।

    অবশ্যই পড়ুন: এপ্রিল থেকে শুরু হবে জনগণনা প্রক্রিয়া, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার

    এক কথায় বলা যায়, প্রথমে নিউজিল্যান্ড সিরিজ এবং এক মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের এহেন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট এবং অস্ত্রপচার টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট দুশ্চিন্তার। শেষ পর্যন্ত বিশ্বকাপে তিলককে না পাওয়া গেলে তার বদলি হিসেবে কাকে নামানো হবে তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। সূত্রের খবর, তিলক বর্মার বদলি কোনও ভাবেই শুভমন গিল হবেন না! এখন দেখার শেষ পর্যন্ত তিলককে নিয়ে কোন দিকে গড়ায় টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ!

    Click here to Read More
    Previous Article
    Pratik Jain Update: 'দুষ্ট হোম মিনিস্টার', প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়েই অমিত শাহ-কে আক্রমণ মমতার
    Next Article
    ‘মেসিকে তৃণমূলে জয়েন করাত’ বড় দাবি দিলীপ ঘোষের

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment