Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    অবশেষে সমস্ত অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী

    5 দিন আগে

    When is the Indian Super League starting?
    When is the Indian Super League starting?

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের ফুটবল অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL (Indian Super League) শুরু হওয়ার দিনক্ষণ এবার সামনে এসেছে। ইতিমধ্যেই মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ঘোষণা করেছেন যে, বাণিজ্যিক অংশীদার না থাকার কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান সুপার লিগ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

    শুরু হতে চলেছে ISL (Indian Super League):

    কোন কোন ক্লাব অংশগ্রহণ করবে: এই লিগে অংশগ্রহণ করা ১৪ টি ক্লাবের মধ্যে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি এবং ইন্টার কাশী।

    When is the Indian Super League starting?

    স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দফতরে AIFF (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) এবং ISL-এর ক্লাবগুলির মধ্যে একটি বৈঠকের পর সংবাদমাধ্যমকে ক্রীড়ামন্ত্রী প্রতিক্রিয়া দেন ‘ইন্ডিয়ান সুপার লিগ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সম্পন্ন হবে। যেখানে সমস্ত ক্লাব অংশগ্রহণ করবে’। তিনি বলেন, মূলত, সরকার, AIFF এবং সমস্ত ক্লাবের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, “ভারতীয় ফুটবলকে ঘিরে আদালতে চলা বিরোধের কারণে কিছু সময় ধরে ISL-কে ঘিরে যে অনিশ্চয়তা বিরাজ করছিল, তা এখন শেষ হয়ে গেছে।’

    আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি রবিবার, তাহলে কী বদলাবে বাজেট পেশের তারিখ? মিলল আপডেট

    এদিকে, AIFF সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘ISL পরিচালনার জন্য একটি গভর্নিং কাউন্সিল বোর্ড গঠন করা হবে। ISL-এ এক পর্যায়ে ১৪ টি দলের মধ্যে ৯১ টি ম্যাচ সম্পন্ন হবে। যা হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে।’ তিনি আরও বলেন যে ক্লাবগুলি AIFF-এর সঙ্গে পরামর্শ করে ম্যাচগুলির স্থান নির্ধারণ করবে। তাঁর মতে, ‘আই লিগে ১১ টি দলের মধ্যে ৫৫ টি ম্যাচ খেলা হবে। যেটি ISL-এর সঙ্গে শুরু হবে। এদিকে, আই-লিগ ২ এবং আই-লিগ ৩-এ ৩৩ টির পরিবর্তে ৪০ টি দল থাকবে।’

    আরও পড়ুন: একের পর এক চমক! নতুন বছরে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির LIC, সস্তায় চালু হবে বন্ধ হওয়া পলিসিও

    কল্যাণ চৌবে আরও জানিয়েছেন, ISL-এর জন্য ২৫ কোটি টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। যার ১০ শতাংশAIFF, ১৫ শতাংশ ক্লাব এবং ৩০ শতাংশ বাণিজ্যিক অংশীদাররা বহন করবে। তিনি বলেন, ‘যতক্ষণ না কমার্শিয়াল পার্টনার খুঁজে পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত AIFF মোট খরচের ৪০ শতাংশ বহন করবে। AIFF-এর মোট অবদান হবে ১৪ কোটি টাকা, যার মধ্যে ১০ কোটি টাকা ISL-এর জন্য এবং ৩.২ কোটি টাকা আই লিগের জন্য বরাদ্দ হবে।’ এদিকে, ইন্ডিয়ান উইমেন্স লিগের ১০০ শতাংশ খরচ AIFF বহন করবে বলেও জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আরও সহজে পৌঁছনো যাবে কেদারনাথ! রোপওয়ের পর এবার সুড়ঙ্গপথ, কী পরিকল্পনা কেন্দ্রের?
    Next Article
    ইজতেমার মাটিতে আদর্শ হিন্দু হোটেল!

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment