Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নতুন বছরে নয়া নজিরের জন্য প্রস্তুত ISRO! সামনে এল ২০২৬-এর প্রথম স্যাটেলাইট লঞ্চের দিনক্ষণ

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ২০২৬ সালের প্রথম উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করেছে। বছরের প্রথম মিশন হিসেবে PSLV-C62/EOS-N1 উৎক্ষেপণ করা হবে আগামী ১২ জানুয়ারি, সোমবার সকাল ১০টা ১৭ মিনিটে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ হবে। এই অভিযানে পিএসএলভি রকেট পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-N1-সহ মোট ১৫টি সহ-যাত্রী উপগ্রহ মহাকাশে পাঠাবে।

    নতুন বছরে নয়া নজিরের জন্য প্রস্তুত ইসরো (ISRO)!

    ইসরোর দেওয়া তথ্য অনুযায়ী, PSLV-DL ভেরিয়েন্ট ব্যবহার করে এই ৬৪তম পিএসএলভি মিশনে প্রায় ৫০৫ কিলোমিটার উচ্চতার সূর্য-সমান্তরাল কক্ষপথে উপগ্রহগুলি স্থাপন করা হবে। ইতিমধ্যেই লঞ্চ প্যাড ১-এ রকেটের যানবাহন ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রাক-উৎক্ষেপণ পরীক্ষা চলছে। পুরো মিশনের সময়কাল হবে প্রায় ১ ঘণ্টা ৪৮ মিনিট। উল্লেখযোগ্যভাবে, গত বছরের মে মাসে PSLV-C61 মিশন ব্যর্থ হওয়ায় এই উৎক্ষেপণ ইসরোর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন:রুশ তেল নিয়ে আমেরিকার হুমকি! ৫০০ শতাংশ শুল্কের প্রসঙ্গ উঠতেই কড়া বার্তা ভারতের

    এই অভিযানের প্রধান উপগ্রহ EOS-N1, যার নাম ‘অন্বেষা’, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র জন্য তৈরি একটি প্রায় ৪০০ কেজি ওজনের হাইপারস্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট। এটি ১২ মিটার রেজোলিউশনে ছবি তুলতে সক্ষম হবে। প্রতিরক্ষা নজরদারি ছাড়াও কৃষি পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণে এই উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

    এই উৎক্ষেপণে আরও রয়েছে কেস্ট্রেল ইনিশিয়াল টেকনোলজি ডেমনস্ট্রেটর বা কেআইডি নামের একটি ২৫ কেজি ওজনের উপগ্রহ, যা একটি স্প্যানিশ স্টার্টআপ তৈরি করেছে। এটি একটি রি-এন্ট্রি প্রোটোটাইপ, যা কক্ষপথে নির্দিষ্ট কাজ শেষ করার পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পুনঃপ্রবেশ করে স্প্ল্যাশডাউনের মাধ্যমে নামার চেষ্টা করবে। এছাড়াও ভারত, মরিশাস, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইউরোপ এবং আমেরিকার একাধিক বাণিজ্যিক ও গবেষণা উপগ্রহ এই মিশনের অংশ।

    ISRO is ready to set new records in the new year!

    আরও পড়ুন:আর নেই চিন্তা! নতুন বছরে গ্রাহকদের বড় উপহার দিল HDFC ব্যাঙ্ক

    পিএসএলভি রকেটকে ইসরোর ‘ওয়ার্কহর্স’ বলা হয়। এর আগে এই রকেটের মাধ্যমে চন্দ্রযান-১, মঙ্গল অরবিটার মিশন এবং আদিত্য-এল১-সহ মোট ৬৩টি সফল উৎক্ষেপণ করা হয়েছে। ২০১৭ সালে একক মিশনে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ডও গড়েছিল পিএসএলভি। সেই সাফল্যের ধারাবাহিকতায়, নতুন বছরের প্রথম উৎক্ষেপণকে ঘিরে ইসরোর উপর দেশ-বিদেশের নজর এখন শ্রীহরিকোটার দিকে।

    Click here to Read More
    Previous Article
    রুশ তেল নিয়ে আমেরিকার হুমকি! ৫০০ শতাংশ শুল্কের প্রসঙ্গ উঠতেই কড়া বার্তা ভারতের
    Next Article
    বাড়েনি দাম, অথচ BSNL-এর এই ৪ টি রিচার্জ প্ল্যানে মিলছে Extra ডেটা, খুশি গ্রাহকরা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment