Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নেই কোনও ক্রিকেটারের নাম! অর্জুন পুরস্কারের জন্য মনোনীত ৩ বঙ্গকন্যা, খেলরত্ন পাচ্ছেন কে?

    2 সপ্তাহ আগে

    Who has been nominated for this year's Arjuna Award?
    Who has been nominated for this year's Arjuna Award?

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় পুরুষ হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিং এবারের একমাত্র ক্রীড়াবিদ যাঁর নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এবার ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ডের জন্য কোনও ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়নি। ২০২৩ সালে ফাস্ট বোলার মোহাম্মদ শামিই শেষ ক্রিকেটার যিনি এই সম্মান পেয়েছিলেন। এদিকে, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ সহ ২৪ জন খেলোয়াড়ের নাম অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্য সুপারিশ করা হয়েছে। এই তালিকায় ৩ বঙ্গকন্যার নামও রয়েছে।

    অর্জুন পুরস্কারে (Arjuna Award) মনোনীত ৩ বঙ্গকন্যা:

    দিব্যা দেশমুখ মনোনীত হয়েছেন অর্জুন পুরস্কারের জন্য: জানিয়ে রাখি যে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গগন নারাং, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অপর্ণা পোপট এবং প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমাইয়াকে নিয়ে গঠিত একটি নির্বাচন প্যানেল ২৪ ডিসেম্বর নয়াদিল্লিতে এক সভায় নামগুলি সুপারিশ করেছে।

    Who has been nominated for this year's Arjuna Award?

    হার্দিক সিং পাচ্ছেন খেলরত্ন: প্রসঙ্গত উল্লেখ্য যে, হার্দিক বহু বছর ধরে ভারতের হকির মিডফিল্ডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। ২০২১-এ টোকিও এবং ২০২৪-এ প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। চলতি বছর এশিয়া কাপে সোনা জয়ী দলেরও অংশ ছিলেন হার্দিক। জানিয়ে রাখি যে, খেলরত্ন ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। এতে নগদ ২৫ লক্ষ টাকা, একটি পদক এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়। এদিকে, অর্জুন পুরস্কারের ক্ষেত্রে একটি ট্রফি এবং ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

    মনোনীতদের সম্পূর্ণ তালিকা
    খেলরত্ন পুরস্কার: হার্দিক সিং (হকি)

    আরও পড়ুন: বিজয় হাজারে ট্রফিতে ঝড় তুললেন দুই কিংবদন্তি! রোহিত-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরিতে উচ্ছ্বসিত অনুরাগীরা

    অর্জুন পুরস্কার: দিব্যা দেশমুখ (দাবা),রাজকুমার পাল (হকি), তেজস্বিনী শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাঠি (দাবা), ধানুশ শ্রীকান্ত (ডেফ শুটিং), সুরজিত (কাবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শুটিং), ট্রিসা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), লালরেমসিয়ামি (হকি), মোহাম্মদ আফসাল (অ্যাথলেটিক্স), পূজা (কাবাডি),একতা ভয়ান (প্যারা-অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শেওরান (শুটিং), সোনম মালিক (কুস্তি), আরতি (যোগা)।

    আরও পড়ুন: Jio-Airtel নাকি Vi? ISRO-র পাঠানো Bluebird Block-2 Satellite-এর মাধ্যমে কোন গ্রাহকেরা হবেন লাভবান?

    অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা ৩ বঙ্গকন্যার নাম:
    প্রণতি নায়েক (জিমন্যাস্টিকস),
    মেহুলি ঘোষ (শুটিং),
    সুতীর্থা মুখার্জি (টেবিল টেনিস)।

    Click here to Read More
    Previous Article
    দাম ৫ কোটি! IPL ২০২৬-এর আগেই গ্রেফতার হবেন RCB-র এই তারকা প্লেয়ার? মিলল আপডেট
    Next Article
    বিজয় হাজারে ট্রফিতে ঝড় তুললেন দুই কিংবদন্তি! রোহিত-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরিতে উচ্ছ্বসিত অনুরাগীরা

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment