Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ম্যাচ চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত! ৩৮ বছর বয়সে প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

    2 দিন আগে

    Khawlhring Lalremruata died at the age of 38.
    Khawlhring Lalremruata died at the age of 38.

    বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে ফের মর্মান্তিক ঘটনা। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মিজোরামের প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় কে. লালরেমরুতা (Khawlhring Lalremruata)। জানা গিয়েছে, স্থানীয় একটি টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন মাঠেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। পরে ৩৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার প্রাণ হারান মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনার পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি স্থানান্তরিত করা হয়েছে। এদিকে এই ঘটনায় ক্রিকেট অনুরাগীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

    কে লালরেমরুতা (Khawlhring Lalremruata) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন:

    জানিয়ে রাখি যে, খালিদ মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ওয়াংনুই রাইডার্স সিসি এবং চাওম্পুই ইলমোভ সিসি-র মধ্যে ম্যাচ সম্পন্ন হয়। ওই ম্যাচে ওয়াঙ্গানুইয়ের হয়ে খেলা কে লালরেমরুতা ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দেন এই খেলোয়াড়।

    Khawlhring Lalremruata died at the age of 38.

    তিনি মিজোরামের হয়ে খেলেছেন: উল্লেখ্য যে, ১৯৮৭ সালের মার্চ মাসে জন্মগ্রহণকারী লালরেমরুতা ২০১৮ সালে মিজোরামের হয়ে তাঁর ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেন। তিনি তাঁর রাজ্যের হয়ে ২ টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি ১৭ রান করেন।

    আরও পড়ুন: বাড়েনি দাম, অথচ BSNL-এর এই ৪ টি রিচার্জ প্ল্যানে মিলছে Extra ডেটা, খুশি গ্রাহকরা

    এদিকে, লালরেমরুতা মিজোরামের হয়ে ৭ টি T20 ম্যাচও খেলেছেন। যেখানে তিনি ৮৭ রান করেন এবং তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৪৪। জানিয়ে রাখি যে লালরেমরুয়াটা মাঠের বাইরে ক্রিকেটে একটি বড় নাম ছিল। তিনি সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য ছিলেন। যে কারণে তাঁর মৃত্যুর পর টুর্নামেন্টের খেলাগুলি স্থানান্তরিত করা হয়েছিল।

    আরও পড়ুন: আর নেই চিন্তা! নতুন বছরে গ্রাহকদের বড় উপহার দিল HDFC ব্যাঙ্ক

    শোক প্রকাশ করেছে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন: কে. লালরেমরুতার মৃত্যুতে শোক প্রকাশ করে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে যে, লালরেমরুতা রাজ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য তাঁদের শক্তি কামনা করেছে।

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari: 'বাংলা ভাষণ শুনতে চাইনা অ্যাকশন দেখতে চাই': শুভেন্দু
    Next Article
    Men Ki Baat:পুরুষ শুধু স্ত্রীর কাছে নির্যাতিত হয় না..|Ft. Senior Advocate Jayanta Narayan Chatterjee

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment