Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    “মঙ্গলগ্রহে যেতে বললেও যাব!” BCB-র উপর ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটাররাই?

    1 day ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান বিতর্কে জেদ কাটেনি বাংলাদেশের। ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে একেবারে গোঁ ঘরে বসে রয়েছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। পদ্মা পাড়ের বোর্ডের এমন সিদ্ধান্তে অবশ্য সহমত নন বাংলাদেশের ক্রিকেটাররাই। বিগত দিনগুলিতে সে কথা ধীরে ধীরে বুঝে গিয়েছেন সকলে। এবার ছবিটা যেন আরও পরিষ্কার হয়ে গেল। ভারতে খেলতে আসা নিয়ে বাংলাদেশ বোর্ডের একের পর এক মন্তব্যের বিরুদ্ধে এবার সাংবাদিক সম্মেলন করে মুখ খুললেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলের সদস্য মেহেদি হাসান মিরাজ তো বলেই দিলেন, “মঙ্গলগ্রহে যেতে বললে সেখানেও যাব।” ক্রিকেট বিতর্কে বিরক্তি প্রকাশ করলেন নাজমুল হোসেন শান্তও।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে খুশি নন ওপার বাংলার ক্রিকেটাররাই!

    মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আন্তর্জাতিক ম্যাচ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি করছে BCB। এ নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন BCB র প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তিনি বলেছেন, “IPL ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপ আন্তর্জাতিক ইভেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে কখনই বিশ্বকাপের মতো বড় মঞ্চের তুলনা করা যায় না। এখানে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য মানায় না।” এক কথায়, বাংলাদেশিদের কাছেই কঠোর অবস্থানের জন্য নিন্দা শুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবার সরাসরি না হলেও সেই তালিকায় নাম জুড়ল বাংলাদেশের ক্রিকেটারদেরও।

    অবশ্যই পড়ুন: ভারতকে ভেনেজুয়েলার তেল বিক্রি করবে আমেরিকা, মানতে হবে এই শর্ত!

    সামনের মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতির জন্য হাতে খুব একটা বেশি সময় নেই। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেই না কোথায় খেলতে হবে। বিশ্বকাপের আগে শারীরিক এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন প্লেয়ারদের। তা নিয়ে অবশ্য চিন্তা নেই পদ্মা পাড়ের বোর্ডের। এবার সেসব নিয়েই ইঙ্গিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরোক্ষ বার্তা দিলেন বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য মেহেদি হাসান। তিনি জানালেন, “অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টের দেখার দায়িত্ব। এখানে খেলোয়াড়দের কিছুই করার নেই। আমাদের কাজ ক্রিকেট খেলা। মঙ্গলগ্রহে খেলতে পাঠালে, সেখানেও যেতে হবে। এটা নিয়ে প্লেয়ারদের মনে দ্বিধা নেই।”

    অবশ্যই পড়ুন: ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা, হয়ে গেল রুট নির্ধারণও

    এদিন মুখ খোলেন বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য নাজমুল হোসেন শান্তও। ওপার বাংলার ক্রিকেটারকে বলতে শোনা যায়, “বিশ্বকাপের আগে এরকম কিছু না ঘটে যাতে ক্রিকেটে তার প্রভাব পড়ে। আমরা আসলে দেখাই যে আমাদের কিছু হয়নি। মনে রাখতে হবে আমরা পেশাদার। আমরা সব সময় নেগেটিভ বিষয়গুলো সরিয়ে রেখে ক্রিকেটে মন দেওয়ার চেষ্টা করি। তবে এসব না হওয়াই ভালো।” সব মিলিয়ে বলাই যায়, ঘুরিয়ে ফিরিয়ে বর্তমান অবস্থার জন্য একপ্রকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই কাঠগড়ায় তুলছেন ওপারের প্লেয়াররা!

    Click here to Read More
    Previous Article
    তেল নয়, এই কারণেই ভেনেজুয়েলাকে কবজা করল আমেরিকা! | Why USA attack Venezuela | India Hood Decode
    Next Article
    Abhishek Banerjee Live: শালতোড়ায় অভিষেকের রণ সংকল্প সভা থেকে সরাসরি

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment