Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসন দখল বিজেপি-শিবসেনা জোটের

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচন শুরু হওয়ার আগেই বড় চমক! মহারাষ্ট্রে (Maharashtra) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮টি আসন দখল করে নিল বিজেপি-শিবসেনা-এনসিপি জোটের মহায়ুতি। জানা গিয়েছে, মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনে ভোটের মনোনয়ন প্রত্যাহারের ডেডলাইন ছিল গতকাল, আর তাতেই দেখা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮টি আসন দখল করে নিল বিজেপি নেতৃত্বাধীন এই জোট। অন্যদিকে ৬৬টি আসন জিতেছে বিজেপি-শিবসেনা। যার মধ্যে বাকি ২টি গিয়েছে এনসিপি-র ঝুলিতে। এই ঘটনার জেরে এবার তদন্তে নামল রাজ্য নির্বাচন কমিশন।

    ৬৮টি আসনে জয়লাভ মহায়ুতির

    রিপোর্ট মোতাবেক, আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে পুরসভা নির্বাচন। পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি ফলপ্রকাশ করবে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন। তাই গতকাল অর্থাৎ শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু সেখানেই দেখা গেল বড় চমক। বিভিন্ন দল ও জোটের একাধিক প্রার্থী সরে দাঁড়ানোয় একেবারে ৬৮টি আসনে জয়লাভ করে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট। জানা গিয়েছে দলের মোট ৪৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যার মধ্যে শিবসেনার ১৯ জন এবং এনসিপির ২ জন প্রার্থীও জিতেছেন।

    আরও পড়ুনঃ মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসন দখল বিজেপি-শিবসেনা জোটের 

    নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় চমক শিবসেনার

    সূত্রের খবর, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের কল্যাণ-ডোম্বিভলিতে বিজেপির ১৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এছাড়াও ভিওয়ান্ডি, পানভেল ও জলগাঁওয়ে বিজেপি একটা নয় দুইটা নয়, পর পর ছয়টি করে আসনে জিতেছে। পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে বিজেপি দুইটি করে আসনে জয় নিশ্চিত করেছে। পাশাপাশি ধুলে ও অহল্যানগরে যথাক্রমে চার ও তিনটি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে শিবসেনার ক্ষেত্রে থানে এলাকায় দলের সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অহল্যানগরে এনসিপির ২জন প্রার্থীও জমিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সব মিলিয়ে মহায়ুতির এই আগাম জয়ে ব্যাপক প্রভাব পড়তে চলেছে রাজনৈতিক শিবিরে।

    আরও পড়ুন: সন্দেশখালিতে পুলিশের উপর হামলায় অভিযুক্ত এই মুসা মোল্লা কে? চিনুন

    তদন্তের আশ্বাস রাজ্য নির্বাচন কমিশনের

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসনে এই জয় নিয়ে বিরোধী দলগুলি কারচুপির অভিযোগ তুলেছে। তাঁদের দাবি শিবসেনা এবং এনসিপি হয় বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার জন্য ভয় দেখিয়েছে নতুবা শেষ মুহূর্তে তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য লোভ দেখিয়েছে। এমতাবস্থায় রাজ্য নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে যে পরিসংখ্যান না মেলানো পর্যন্ত এই ওয়ার্ডগুলিতে যেন কোনো বিজয়ী ঘোষণা না করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন যে, “ গোটা বিষয়টি তদন্ত করা হবে। রিটার্নিং অফিসার, পৌর কমিশনার এবং পুলিশ কমিশনারদের এই ওয়ার্ডগুলিতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তখনই জানা যাবে যে নির্বাচন থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করা হয়েছে কিনা।”

    Click here to Read More
    Previous Article
    ভোটার হয়রানির অভিযোগে সরব তৃণমূল, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী বললেন…
    Next Article
    রুটি বানাতে এই একটি ভুল করলেই শক্ত হয়ে যায়! নরম রাখতে জানুন ঘরোয়া উপায়

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment