Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, শোককে শক্তি করে নতুন লড়াইয়ে নামলেন অভয়ার বাবা-মা

    9 hours ago

    Abhaya’s Parents to Build Non-Profit Abhaya Hospital in Krishnanagar
    Abhaya’s Parents to Build Non-Profit Abhaya Hospital in Krishnanagar

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের আগস্টে আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসক অভয়া ধর্ষণ ও খুন হন। সেই ঘটনার পর রাজ্যজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর বাবা-মা আন্দোলন করেছেন ন্যায়বিচারের দাবিতে। এবার সেই শোককে কাজে লাগিয়ে সমাজের জন্য বড় সিদ্ধান্ত (Abhaya Hospital) নিলেন তাঁরা।

    অভয়ার স্মৃতিতে কৃষ্ণনগরে তৈরি হবে হাসপাতাল (Abhaya Hospital)

    শনিবার অভয়ার বাবা-মা ঘোষণা করেন, মেয়ের স্মৃতিতে নদিয়ার কৃষ্ণনগরে একটি অলাভজনক হাসপাতাল (Abhaya Hospital) গড়া হবে। উদ্দেশ্য একটাই, অর্থকষ্টে থাকা মানুষদের উন্নত চিকিৎসা দেওয়া এবং অভয়ার নাম বাঁচিয়ে রাখা। এই উদ্যোগ বাস্তব করার জন্য সোদপুরের বাসিন্দা অভয়ার বাবা-মা একটি ট্রাস্ট গঠন করেছেন। ট্রাস্টে রয়েছেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও সেই মানুষজন, যারা ঘটনার পর থেকে পাশে ছিলেন। হাসপাতালের জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

    শনিবার বন্ধুদের সঙ্গে কৃষ্ণনগরে গিয়ে সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন তারা। সেই সময় কৃষ্ণনগর পুরসভার নির্দল কাউন্সিলর ও ব্যবসায়ী অসিত সাহা এনএইচ-১২ সংলগ্ন এলাকায় নিজের জমি ও আংশিক নির্মিত ভবন হাসপাতালের জন্য দান করার প্রস্তাব দেন। অসিত সাহা বলেন, “অভয়া আমার মেয়ের মতো ছিল। তার নামে এই জমি উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। এই হাসপাতালের (Abhaya Hospital) মধ্যেই আমরা অভয়াকে চিরকাল বাঁচিয়ে রাখতে চাই।”

    এই প্রস্তাবে (Abhaya Hospital) আবেগে ভাসেন অভয়ার বাবা-মা। তারা বলেন, “এই হাসপাতাল আমাদের প্রতিবাদের প্রতীক এবং ন্যায়বিচারের স্থায়ী চিহ্ন হবে। একই সঙ্গে এটি এখন আমাদের বেঁচে থাকার কারণ হয়ে উঠেছে। অসিতবাবু ও কৃষ্ণনগরের বন্ধুদের নিঃস্বার্থ সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” তাঁরা আরও জানান, “আজ থেকে নতুন আন্দোলন শুরু হচ্ছে। যেখানে আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো হবে। প্রয়োজনে আমরা আমাদের সঞ্চয়ও এই হাসপাতালের জন্য দিতে প্রস্তুত। যাঁরা আগে সহমর্মিতা দেখিয়েছেন, তাঁদের কাছ থেকেও সাহায্য চাইব। এটাই হবে অভয়ার প্রতি শ্রদ্ধার্ঘ্য।”

    Abhaya and Tamanna's parents join together in Nabanna Abhijan demanding justice

    আরও পড়ুনঃ স্বামীজির বাড়ির সামনে ‘যুবরাজ’ পোস্টার কেন? বিবেক জয়ন্তীতে অভিষেককে নিশানা করে আক্রমণ শুভেন্দু-সুকান্তর

    পরিবারের ঘনিষ্ঠ বন্ধু স্বপন ভৌমিক বলেন, “প্রথমে এই ট্রাস্ট একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে। সেখানে আউটডোর সার্ভিস থাকবে এবং সীমিত সংখ্যক ইনডোর শয্যা থাকবে। স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে।” তিনি আরও জানান, কৃষ্ণনগর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর শাখা ইতিমধ্যেই ‘অভয়া ক্লিনিক’ নামে সাপ্তাহিক বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালাচ্ছে। এই হাসপাতাল (Abhaya Hospital) চালু হলে তারা পূর্ণ সহযোগিতা করবে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! সামনেই পর পর ছুটি, খুশিতে ভাসছেন সকলে
    Next Article
    দেড় বছর ধরে ভর্তি হাসপাতালে! কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ দেবলীনার বিরুদ্ধে

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment