Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কম পয়সায় ঘুরে আসুন ভিয়েতনাম, ভারতের ১ টাকা ওদেশে কত জানেন?

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশে ঘুরতে যাওয়ার আগে সবথেকে বড় চিন্তা বাজেট। বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল খাবার, কেনাকাটা, সবমিলিয়ে খরচের বোঝা সামলাতে হিমশিম খেতে হয় মানুষকে। তবে বড় সুখবর এই যে, বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় টাকার মূল্য অনেক বেশি (Indian Rupee vs Vietnamese Dong)। হ্যাঁ, কম খরচেই বিদেশ ভ্রমণের সুবিধা পাওয়া যায় এই দেশগুলিতে। আর সেই তালিকায় অন্যতম হল ভিয়েতনাম।

    ১ টাকা দিয়েই কাজ হবে ৩০০ টাকার সমান

    আসলে বর্তমানে ১ ভারতীয় রুপির মূল্য ২৯১ থেকে ২৯২ ভিয়েতনামি ডং-এর সমান। অর্থাৎ, রাস্তার খাবার থেকে শুরু করে স্থানীয় কফি শপ বা দর্শনীয় স্থান ঘোরা কিংবা ছোটখাটো শপিং, সবকিছু ভারতীয় পর্যটকদের কাছে একেবারে নাগালের মধ্যে। হ্যাঁ, ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য, হ্যানয়ের ওল্ড কোয়ার্টারের ব্যস্ত জীবন বা হো চি মিন সিটির ক্যাফে কালচার, সবকিছু উপভোগ করা যাবে এখানে খুবই কম খরচে। আর এই কারণে ভিয়েতনাম এখন এশিয়ার অন্যতম ভ্যালু ফর মানিউ ট্রাভেল ডেস্টিনেশন তা বলা যায়।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে দার্জিলিংয়ের ফিলিং, আরও কতটা নামবে পারদ? জানাল আবহাওয়া দফতর

    কেন ভিয়েতনামের মুদ্রা এত দুর্বল?

    এবার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, ভারতীয় মুদ্রার তুলনায় ভিয়েতনামের কারেন্সি কেন এত দুর্বল? আসলে ভিয়েতনামের মুদ্রার দুর্বলতার পিছনে একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া কারণ কাজ করে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধুমাত্র দেশের অর্থনীতি নয়, বরং বিশ্বের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিপোর্ট বলছে, বর্তমানে ১ মার্কিন ডলারের দাম প্রায় ২৭,০০০ ভিয়েতনামি ডং-এর সমান। আর এটি সাম্প্রতিক বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন স্তর। এমনকি বিগত ২০২৫ সালে ডং-এর দর কমেছে প্রায় ৩ থেকে ৪ শতাংশ।

    আরও পড়ুন: এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

    ভিয়েতনামি ডং-এর দুর্বল হওয়ার পিছনে কয়েকটি কারণ কাজ করে। তার মধ্যে প্রধান প্রধান কারণগুলি হল—

    • যখন আমেরিকার ডলার শক্তিশালী হয়, তখন সেখানে সুদের হার বেড়ে যায় আর অন্যান্য দেশের মুদ্রাগুলির উপর চাপ পড়ে।
    • ভিয়েতনাম বিশেষ করে আমদানি নির্ভর দেশ। সেই কারণে জ্বালানি বা কাঁচামালের দাম বাড়লে আমদানি খরচ বেড়ে যায়। ফলে বিদেশী মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়।
    • ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ভিয়েতনামে মুদ্রাস্ফীতি ছিল ৩.৩ শতাংশ। খুব একটা বেশি না হলেও এটি সুদের হার এবং মুদ্রানীতির উপর প্রভাব ফেলেছে। যার কারণে ডং-এর দর অনেকটাই তলানিটা ঠেকেছে।
    • যদিও ভিয়েতনাম এখন বাণিজ্য থেকে মুনাফা পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগও বেড়েছে, কিন্তু কিছু মাসে আমদানি রফতানির তুলনায় অনেকটাই বেশি হওয়ায় ডং-এর উপর চাপ পড়েছিল।
    Click here to Read More
    Previous Article
    শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘিরে বড় সিদ্ধান্ত, নতুন বছরের শুরুতেই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
    Next Article
    ৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! কাঁপল ত্রিপুরাও, ভরা শীতে ভিটেমাটি হারানোর আতঙ্ক

    Related Finance Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment