Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কদিন পরেই চলবে হাওড়া থেকে, আগেই দেখে নিন বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কল্কারা: আগামী ১৭ বা ১৮ জানুয়ারি ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। কারণ, প্রথম বারের মতো বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবায় নামবে, তাও হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে। জানা গিয়েছে, এই ট্রেনটি অত্যাধুনিক রুশ প্রযুক্তিতে তৈরি, যার ইন্টেরিয়ারের কিছু ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে, যা দেখে আনন্দে উচ্ছ্বসিত রেলপ্রেমীরা। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সমস্ত নকশা আর প্রযুক্তিগত অনুমোদন ইতিমধ্যেই মিলেছে এই ট্রেনের। কিন্তু ট্রেনটির ভিতরে কী কী ফিচার্স রয়েছে (Vande Bharat Sleeper Interior)?

    ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে বন্দে ভারত স্লিপার

    জানিয়ে রাখি, এই অত্যাধুনিক ট্রেনটি তৈরি করেছে Kinet Railway Solutions। এটি রাশিয়ার বৃহত্তম রেল কোচ নির্মাতা Transmashholding এবং ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা Rail Vikas Nigam Limited (RVNL) এর যৌথ উদ্যোগে তৈরি। এই প্রকল্পের আওতায় মোট ১৯২০টি স্লিপার কোচ তৈরি করা হবে। অর্থাৎ, মোট ১২০টি ট্রেন সেট তৈরি হবে। আর আগামী ৩৫ বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এই সংস্থার উপরেই।

    বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি কোচ কেমন হবে?

    নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ফার্স্ট এসি ৪-বার্থ কুপে থাকছে বেশি জায়গাযুক্ত উজ্জ্বল ইন্টেরিয়র। পাশাপাশি উন্নত প্রাইভেসি ব্যবস্থা, উপরের বার্থে ওঠার জন্য আলাদা সিঁড়ি এবং প্রতিটি আসনে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগত রিডিং লাইট এবং স্মার্ট স্টোরেজ স্পেস দেওয়া হবে প্রতিটি সিটে। ডিজাইনাররা দাবি করছেন, যাত্রীরা যেন হোটেলের মতো আরাম পায়, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। বন্দে ভারত প্রকল্পের প্রধান ডিজাইনার এভজেনি মাসলভ এ বিষয়ে বলেছেন, সিঁড়ির নিচের ছোট জায়গাটুকু ব্যবহার করা হয়েছে বই, ফোন বা ঘড়ি রাখার জন্য।

    আরও পড়ুন: কবে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল! জানিয়ে দিল রাজ্য সরকার

    উল্লেখ্য, সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি অসমের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের হাওড়া রুটেই চলবে। আর আগামী ১৬ থেকে ১৮ দিনের মধ্যেই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেনটির উদ্বোধন হবে। এই ট্রেনটি মূলত রাজধানী এক্সপ্রেসের রুটগুলিতে রাতের যাত্রার জন্য চালানোরই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই স্লিপার ট্রেনটিতে থাকবে ১১টি থ্রি টায়ার এসি কোচ, ৪টি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। অর্থাৎ, মোট ১৬টি কোচ থাকবে এবং মোট যাত্রীধারণ ক্ষমতা থাকবে ৮২৩ জন।

    আরও পড়ুন: মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসন দখল বিজেপি-শিবসেনা জোটের

    আরাম এবং প্রযুক্তিতে নতুন ছোঁয়া

    নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে রয়েছে আধুনিক সাসপেনশন সিস্টেম, মসৃণ আর কম শব্দযুক্ত যাত্রার সুবিধা। পাশাপাশি আরামদায়ক বার্থ এবং এরগোনমিক ডিজাইনের সুবিধা রয়েছে। আর বড় জানালা এবং বাতাস চলাচলের ব্যবস্থাও থাকবে। এর পাশাপাশি যাত্রীদের জন্য থাকছে ওয়াইফাই সুবিধা, চার্জিং পয়েন্ট, উন্নত আলোর ব্যবস্থা এবং পরিচ্ছন্ন ও আধুনিক টয়লেট। এখন শুধুমাত্র এই ট্রেনটি চালু হওয়ার অপেক্ষা। এতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অসমের মধ্যে যাত্রা আরও মসৃণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

    Click here to Read More
    Previous Article
    ছোট্ট টুইস্টেই চমক! একঘেয়ে চিকেনকে দিন নতুন স্বাদ, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন স্পেশাল মাংস
    Next Article
    শীত ভুলে যান, এবার ঝেঁপে আসছে বৃষ্টি! রাত পোহালেই আবহাওয়ার ‘ডিগবাজি’

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment