Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    জমিয়ে চলছে কেনাকাটা! এই দেশে ২০,০০০ কোটি টাকার কোম্পানি কিনলেন আদানি

    2 সপ্তাহ আগে

    Adani Group buys company worth 20,000 crore rupees in this country.
    Adani Group buys company worth 20,000 crore rupees in this country.

    বাংলা হান্ট ডেস্ক: এবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারতের দ্বিতীয় ধনী ধনকুবের গৌতম আদানি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আদানি গ্রুপের (Adani Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনালের (NQXT) ১০০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, APSEZ-এর এক বিবৃতি অনুসারে, চুক্তিটি নন ক্যাশ বেসিসে সম্পন্ন হয়। যেখানে বিক্রেতা কারমাইকেল রেল অ্যান্ড পোর্ট সিঙ্গাপুর হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, ১৪৩,৮২০,১৫৩টি ইক্যুইটি শেয়ার (ফেস ভ্যালু ২ টাকা) অ্যালট করেছে। ২০২৫ সালের এপ্রিল মাসে, আদানি গ্রুপ এই অস্ট্রেলিয়ান কোম্পানিকে ২.৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে।

    আদানি গ্রুপের (Adani Group) বড় পদক্ষেপ:

    গত মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) NQXT অস্ট্রেলিয়ার সম্পূর্ণ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে। এই পদক্ষেপ আদানি গ্রুপের বিদেশ নিজদের উপস্থিতি আরও জোরদার করবে এবং গ্রুপের লং-টার্ম কার্গো হ্যান্ডলিং লক্ষ্যকেও সমর্থন করবে। ২০২৫ সালের এপ্রিলে ঘোষণা করা এই লেনদেনটি বেশিরভাগ মাইনরিটি শেয়ারহোল্ডার, স্টক এক্সচেঞ্জ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং অস্ট্রেলিয়ার ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ডের অনুমোদন পেয়েছে।

    Adani Group buys company worth 20,000 crore rupees in this country.

    কী জানিয়েছেন APSEZ-এর CEO: ইতিমধ্যেই APSEZ-এর হোল টাইম ডিরেক্টর তথা CEO অশ্বিনী গুপ্তা জানিয়েছেন, ‘২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন মেট্রিক টন কার্গো পরিবহণের লক্ষ্যমাত্রার দিকে APSEZ-এর বৃদ্ধির যাত্রায় NQXT অধিগ্রহণের সমাপ্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ তিনি আরও বলেন ‘NQXT একটি চমৎকার অ্যাসেট। যার অনন্য ভৌগোলিক সুবিধা, শক্তিশালী বৃদ্ধির সম্ভাবনা এবং একটি চমৎকার সাস্টেনেবিলিটি ট্র্যাক রেকর্ড রয়েছে। NQXT ইজরায়েল থেকে শুরু করে কলম্বো এবং তানজানিয়ায় আমাদের অন্যান্য আন্তর্জাতিক বন্দরের পাশাপাশি ইস্ট-ওয়েস্ট ট্রেড করিডোরে আমাদের উপস্থিতি বৃদ্ধি করবে। আমি APSEZ পরিবারে NQXT-কে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং গ্লোবাল ট্রেড ল্যান্ডস্কেপে আমাদের প্রভাব আরও জোরদার করার জন্য আমরা উন্মুখ হয়ে রয়েছি।’

    বোর্ড অফ ডাইরেক্টর্সের ফাইন্যান্স কমিটি কারমাইকেল রেল অ্যান্ড পোর্ট সিঙ্গাপুর হোল্ডিংস প্রাইভেট লিমিটেডকে ২.০০ টাকা ফেস ভ্যালুর ১৪,৩৮,২০,১৫৩ টি ইক্যুইটি শেয়ার বরাদ্দের অনুমোদন দিয়েছে। এই অ্যালটমেন্ট ক্যাশের পরিবর্তে অন্যান্য কনসিডারেশনের জন্য প্রেফারেন্সিয়াল বেসিসে সম্পন্ন হয়। অর্থাৎ, অ্যাবট পয়েন্ট পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের সাধারণ শেয়ার ১০০ শতাংশ অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল হাসিল করার জন্য নন-ক্যাশ কনসিডারেশন প্রাধান্য পেয়েছে।

    আরও পড়ুন: মাত্র ৭ দিনেই ১০০ শতাংশের রিটার্ন! ২২ টাকার এই শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল

    NQXT কুইন্সল্যান্ড কী করে: জানিয়ে রাখি যে, NQXT হল কুইন্সল্যান্ডের অ্যাবট পয়েন্ট পোর্টে অবস্থিত একটি প্রাকৃতিক গভীর জলের এক্সপোর্ট টার্মিনাল। এই বন্দরে বর্তমান ক্ষমতা ৫০ MTPA (বার্ষিক মিলিয়ন টন) এবং এটি মূলত থার্মাল ও ​​মেটালর্জিক্যাল কয়লা এক্সপোর্ট পরিচালনা করে। কোম্পানিটি ২০২৫ অর্থবর্ষে সর্বোচ্চ ৩৫ MMT কার্গো পরিচালনা করেছে। এই বন্দর কুইন্সল্যান্ড সরকারের কাছ থেকে দীর্ঘমেয়াদী লিজের ভিত্তিতে পরিচালিত। যেটিতে এখনও ৮৫ বছর বাকি (২১১০ সাল পর্যন্ত)।

    আরও পড়ুন: শ্রমিকদের চেয়েও কম বেতন! পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা পান নামমাত্র ম্যাচ ফি, শোচনীয় অবস্থা PCB-র

    APSEZ জানিয়েছে যে, NQXT ২০২৬ অর্থবর্ষে প্রায় ১,৩৫০ কোটি টাকার EBITDA তৈরি করবে বলে অনুমান করা হচ্ছে। যা কোম্পানির ২০২৬ অর্থবর্ষের ২১,০০০-২২,০০০ কোটি টাকার EBITDA গাইডেন্সের ৬ শতাংশেরও বেশি। কোম্পানিটি জানিয়েছে যে, এই অস্ট্রেলিয়ান টার্মিনালটি প্রায় ৬৫ শতাংশ EBITDA মার্জিনে পরিচালিত হয় এবং AAA-রেটেড ইকোনমি থেকে অস্ট্রেলিয়ান ডলারে ক্যাশ ফ্লো যুক্ত করবে।

    Click here to Read More
    Previous Article
    নতুন চাকরির খুশিতে এই কাজ করলেই সর্বনাশ! সতর্ক করল প্রভিডেন্ট ফান্ড
    Next Article
    মাত্র ৭ দিনেই ১০০ শতাংশের রিটার্ন! ২২ টাকার এই শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল

    Related Finance Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment