Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    জানতেন তাঁর ডাক আসবে, SIR শুনানি নিয়ে অবশেষে মুখ খুললেন দেব

    4 দিন আগে

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর এর শুনানিতে সমন পেয়েছেন তৃণমূল সাংসদ তথা সুপারস্টার অভিনেতা দেব (Dev)। গুঞ্জন ছড়ানো মাত্রই শুরু হয়ে যায় কানাঘুষো। এমনকি শোনা যায়, একা দেব নয়, তাঁর পরিবারের সদস্যরাও পেয়েছেন সমন। এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন দেব। কী বললেন অভিনেতা?

    এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেব (Dev)

    এসআইআর শুনানিতে ডাক পাওয়া নিয়ে এদিন দেব বলেন, তাঁর কাছে যে নোটিশ আসবে তা তিনি আগেই তা শুনেছিলেন। BLRO তাঁকে ফোন করেছিলেন। দেব বলেন, ‘এ নিয়ে একটা কথাই বলতে পারি। আমি দেশের একজন নাগরিক। কোনও আইনের বাইরে আমি নই। দেশের সবার জন্য যা আইন তৈরি হয়েছে তা আমার জন্যও বর্তায়। আমি এই এই দেশে থাকি, তাই আমিও আইন মানতে বাধ্য।’ এর বেশি কিছু বলতে চাননি দেব।

    Dev opened up about sir hearing

    আগেই ছড়িয়েছিল খবর: প্রসঙ্গত, কিছুদিন আগেই খবর ছড়ায়, এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেব। ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস দাবি করেছিলেন, দেবকে ডাকা হয়েছে শুনানিতে। তবে তিনি একা নন, তালিকায় নাম রয়েছে অন্য অভিনেতা অভিনেত্রী এবং ক্রিকেটারেরও। কাউন্সিলর বলেন, ‘দেবকেও (Dev) ডাকা হয়েছে। তিনি তো সাংসদ। তাঁকেও ডাকা হয়েছে। সব ধরণের মানুষকে ডাকা হচ্ছে। এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়। এমনকি শুনানিতে অদ্ভূত অদ্ভূত প্রশ্ন করা হচ্ছে’।

    আরও পড়ুন : ভোটার লিস্ট থেকে নাম কাটলেই কি বাতিল হবে নাগরিকত্ব? SIR মামলায় সুপ্রিম কোর্টে কমিশন জানাল…

    কাজ নিয়ে ব্যস্ত দেব: সেসময় দেব জানিয়েছিলেন, তাঁর কাছে এমন কোনও ডাক আসেনি। তবে এবার এক জায়গায় শো করতে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। এই মুহূর্তে বক্স অফিসে রমরমিয়ে চলছে দেবের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি ২’। আগামীতে একগুচ্ছ ছবির পরিকল্পনা রয়েছে তাঁর।

    আরও পড়ুন : ‘এই সরকার যদি আগামী নির্বাচনে জিতে আসে তাহলে..,’ DA ইস্যুতে কড়া বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায়

    আগামীতে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেখা যাবে দেবকে। পাশাপাশি নতুন জুটি বেঁধে আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন দেশু জুটি। ধূমকেতুর পর যখন সকলে ভেবেছিলেন যে আর হয়তো ‘দেশু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে না। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে বছরের শুরুতেই আরেকটি ছবির ঘোষণা করেছেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    বাংলার রেলে নতুন শুরু! প্রথম বন্দে ভারত স্লিপারসহ ১৩ ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    Next Article
    র‍্যাম্পে ফ্যাশন শো, রাজনীতিতে শূন্য অভিষেক ব্যানার্জি— কটাক্ষে কলতান দাশগুপ্তের

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment