Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    IPL খেলা হচ্ছে না বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের? জানাল BCCI

    1 week ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘ ফাটল প্রকাশ্যে এসেছে। মহম্মদ ইউনূস জামানায় ওপারে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বর অত্যাচার চালানো হচ্ছে তাতে চুপ করে বসে থাকা ভারতের পক্ষে সম্ভব নয়। তাই তো, যতবার ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আঘাত নেমে এসেছে, ততবারই গর্জে উঠেছে নয়া দিল্লি। তাতে অবশ্য বাংলাদেশের একটা বড় অংশ ভারতের উপর বেজায় ক্ষিপ্ত। কিছুদিন আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের ভারত বিরোধিতা একেবারে চরমে উঠেছিল। আর ঠিক সেই আবহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman IPL 2026) খেলা নিয়ে বাড়ছে সংশয়। এদেশের অনেকেই ওপার বাংলার এই ক্রিকেটারকে বয়কটের ডাক দিয়েছেন।

    আদৌ IPL এ খেলবেন মুস্তাফিজুর?

    গত IPL নিলাম থেকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর তারপর থেকেই ওপার বাংলার এই খেলোয়াড়কে বয়কটের সুর সপ্তমে চড়েছে। ভারতীয় ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের দাবি, যে দেশের মানুষজন চিরকাল ভারতের বিরোধিতা করে এসেছে, ভারতীয়দের নিয়ে অকথা কুকথা বলতে যাদের একটুও বাঁধে না, সেই বাংলাদেশের ক্রিকেটারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেওয়া যাবে না। মূলত এমন বক্তব্যেই, মুস্তাফিজুরকে IPL থেকে বয়কটের ডাক দিয়েছিলেন তারা।

    অবশ্যই পড়ুন: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল বাংলা, কোন রুটে? বড় ঘোষণা রেলের

    যদিও বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে প্রথম থেকেই বিতর্কের মাঝে মুখ খোলেনি কলকাতা নাইট রাইডার্স। ফলে ওপার বাংলার এই প্লেয়ার আদৌ IPL এ খেলবেন কিনা তা নিয়ে ক্রমশ বাড়ছিল সংশয়। এবার সে বিষয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুরকে IPL এ ব্যান করার দাবি উঠছে ক্রমাগত। ঠিক সেই পর্যায়ে, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি জানিয়েছে, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান IPL খেলবেন। এ নিয়ে ভারত সরকার যে নীতি গ্রহণ করবে সেই নীতি মেনেই চলবে বোর্ড।

    একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নাকি স্পষ্ট জানানো হয়েছে সরকারের পারমিশন ছাড়া বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুরকে ব্যান করা যাবে না। মূলত এই বক্তব্যের মধ্যে দিয়েই BCCI একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, মুস্তাফিজুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন যদি না ভারত সরকার বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কোনও বড় সিদ্ধান্ত জানায়। এক কথায়, সরকার যা সিদ্ধান্ত নেবে সেই মতোই চলবে ভারতে ক্রিকেটের পরিচালন সংস্থা।

    অবশ্যই পড়ুন: ৬ বলে ছয় ছক্কা! ব্রেভিস-রাদারফোর্ড ঝড়ে কাবু MI, প্রথম জয় পেলেন কোচ সৌরভ গাঙ্গুলি

    না বললেই নয়, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে মুস্তাফিজুর, তাসকিন আহমেদ সহ একাধিক বাংলাদেশি খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে শেষ পর্যন্ত নিলাম টেবিল থেকে বিক্রি হন শুধুমাত্র মুস্তাফিজুর রহমানই। অর্থাৎ 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলামে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দল পেয়েছেন। মূলত সে কারণেই, ভারত-বাংলাদেশ সম্পর্কের দুর্গতি দেখে নাইট শিবিরের এই প্লেয়ারকে বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা!

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের মানুষের একমাত্র ভরসা বিজেপি—আগামী নির্বাচন নিয়ে দৃঢ় মন্তব্য দিলীপ ঘোষের
    Next Article
    ১০ কোটির টার্গেট দেবের, প্রথম সপ্তাহে কোথায় দাঁড়িয়ে ‘প্রজাপতি ২’? টেক্কা দিতে পারলেন কোয়েল-শুভশ্রী

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment