Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হল বড় ঘোষণা! প্রথমবারের মতো টিম ইন্ডিয়ার অধিনায়ক বৈভব সূর্যবংশী

    2 weeks ago

    Vaibhav Suryavanshi is the captain of Team India for the first time.
    Vaibhav Suryavanshi is the captain of Team India for the first time.

    বাংলা হান্ট ডেস্ক: বয়স মাত্র ১৪। অথচ, এই অল্প বয়সেই ক্রিকেটের ময়দানে নিজের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে সবাইকে চমকে দিচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে দুর্ধর্ষ রেকর্ড গড়েছিলেন বৈভব। এদিকে, ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন তিনি। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, বৈভব সূর্যবংশীকে এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে।

    টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):

    বৈভব সূর্যবংশী কোন ম্যাচে অধিনায়ক হবেন: BCCI-এর জুনিয়র মেন্স সিলেকশন কমিটি গত ২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইউথ ODI সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ দলের নেতৃত্ব দিচ্ছেন আয়ুশ মাত্রে। যিনি গত কয়েক মাস ধরে এই দায়িত্বে আছেন। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

    Vaibhav Suryavanshi is the captain of team India for the first time.

    ২০২৪ সালে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করা বৈভব সূর্যবংশী ওই সিরিজে প্রথমবারের মতো ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। তাঁর নেতৃত্বে, ভারতীয় দল আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজে ৩ টি ODI খেলবে। এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতিতেও সাহায্য করবে। এদিকে, বৈভবের জন্য এটি তাঁর ব্যাটিং দক্ষতা প্রদর্শন এবং অধিনায়কত্বের দক্ষতা শেখার একটি বিশেষ সুযোগ হবে। এই ODI সিরিজটি বিশ্বকাপের আগে খেলা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে।

    বৈভব কেন অধিনায়কত্ব পেলেন: জানিয়ে রাখি যে, নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রের চোটের কারণে বাঁহাতি ব্যাটার বৈভবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন মাত্রে। তবে বর্তমানে তিনি কব্জির চোটে ভুগছেন। যার কারণে তিনি তাঁর রিহ্যাবিলিটেশন সম্পন্ন করার জন্য BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে (CoE) যাবেন। তাই, তিনি ওই সিরিজ খেলতে পারবেন না। এদিকে, দলের সহ-অধিনায়ক বিহান মালহোত্রাও কব্জির চোটে পড়েছেন এবং আয়ুশের মতো তিনিও CoE-তে যাবেন। এরপর দু’জনেই বিশ্বকাপ দলে যোগ দেবেন।

    আরও পড়ুন: শেয়ার বাজারে বুলেট ট্রেনের গতি এই ৩ টি স্টকে! হু হু করে বাড়ছে দাম

    দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং, আরএস আমব্রিস, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মোহাম্মদ ইনান, হেনিল প্যাটেল, দেবেন্দ্রন দীপেশ, কিষাণ কুমার সিং, উধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।

    আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

    ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি:
    ৩ জানুয়ারি: প্রথম ওODI, উইলোমুর পার্ক (বেনোনি)
    ৫ জানুয়ারি: দ্বিতীয় ODI, উইলোমুর পার্ক (বেনোনি)
    ৭ জানুয়ারি: তৃতীয় ODI, উইলোমুর পার্ক (বেনোনি)

    Click here to Read More
    Previous Article
    পরিঘ যোগে ভাগ্যে বিরাট উন্নতি ৫ রাশির! আজকের রাশিফল, ২৯ ডিসেম্বর
    Next Article
    ইতিমধ্যেই শুরু বিতর্ক! মুস্তাফিজুর না খেললে কোন খেলোয়াড়দের দিকে নজর দেবে KKR?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment