Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গ্যারান্টি ছাড়াই লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! সতর্ক করল পুলিশ

    2 সপ্তাহ আগে

    mamata banerjee
    mamata banerjee

    সহেলি মিত্র, কলকাতাঃ এবার সব সীমা অতিক্রম করল প্রতারকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম করে প্রতারকরা প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে প্রতারকদের পাতা ফাঁদে যাতে কোনও নিরীহ মানুষ পা না দেন সেই বিষয়ে এবার সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশ এক্স হ্যান্ডেলে লম্বা চওড়া সতর্কবার্তা জারি করেছে সকলের জন্য। কীভাবে প্রতারকরা কাজ করছে সেই বিষয়েও জানিয়েছে পুলিশ।

    মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণার ফাঁদ প্রতারকদের

    পুলিশ জানিয়েছে, অনলাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোনওরকম গ্যারেন্টি ছাড়াই ঋণ পাইয়ে দেওয়ার মতো বেশ কিছু ভুয়ো তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে প্রতারকরা। আর এই বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের নজরে এসেছে। তাঁরা জানতে পেরেছেন যে প্রতারকরা বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রচার করছে, যেখানে তারা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি ব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করছে। প্রতারকরা লোন, সিভিল স্কোর ছাড়া ঋণ, সরকার-অনুমোদিত আর্থিক প্রকল্প, যাচাই ছাড়াই গ্যারান্টিযুক্ত ঋণ সহ এরকম নানা ফাঁদ পাতছে।

    বিশেষ সতর্কতা বার্তা পুলিশের

    এই বিষয়ে পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই ধরণের কোনও ঋণ প্রকল্প ঘোষণা, অনুমোদন বা অনুমোদিত হয়নি। এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণামূলক। মাননীয়া মুখ্যমন্ত্রীর নাম বা ছবির ব্যবহার অননুমোদিত এবং অবৈধ।

    পুলিশ জানিয়েছে প্রতারকরা কীভাবে প্রতারণা করছে সাধারণ মানুষের সঙ্গে। সাধারণত ফেসবুক/ইনস্টাগ্রাম/হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন বা রিল প্রচার করে, ব্যবহারকারীদের জাল অ্যাপ, ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নম্বর দেখার দিকে ঠেলে দেয়। এরপর ব্যক্তিগত বিবরণ, আধার, প্যান, ওটিপি, ব্যাঙ্কের বিবরণ জানতে চাওয়া, প্রক্রিয়াকরণ ফি বা অগ্রিম অর্থ প্রদানের দাবি, টাকা পাওয়ার পরে অদৃশ্য হয়ে যাওয়া বা ভুক্তভোগীর পরিচয় অপব্যবহার করা সহ নানা কাজ করছে।

    আরও পড়ুনঃ গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ করা হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে? জানাল BCCI!

    কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচবেন?

    এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে এরকম প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন? পুলিশ জানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনও সিভিল স্কোর, তাৎক্ষণিক অনুমোদন, বা সরকার সমর্থিত দাবি করে ঋণের অফার বিশ্বাস করবেন না, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা ঋণ অ্যাপ ইনস্টল করবেন না। ওটিপি, ব্যাঙ্কের বিবরণ বা পরিচয়পত্র শেয়ার করবেন না, শুধুমাত্র অনুমোদিত ব্যাংক, এনবিএফসি বা সরকারী সরকারী ওয়েবসাইটের মাধ্যমে ঋণের অফার যাচাই করুন।

    আরও পড়ুনঃ মাথাপিছু গড় আয়ে মহারাষ্ট্র, বিহারকে পিছনে ফেলল বাংলা! দেখুন রিপোর্ট

    এতকিছুর পরেও যদি আপনি এই ধরণের প্রতারণার শিকার হন তবে অবিলম্বে রিপোর্ট করুন। সাইবার ক্রাইম হেল্পলাইন: 1930 ফোন করুন কিংবা •http://cybercrime.gov.in ভিজিট করুন। তদন্তের জন্য স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর এবং লেনদেনের বিবরণ সংরক্ষণ নিজের কাছে সেফ রাখুন।

    Click here to Read More
    Previous Article
    মাথাপিছু গড় আয়ে মহারাষ্ট্র, বিহারকে পিছনে ফেলল বাংলা! দেখুন রিপোর্ট
    Next Article
    যাত্রী-সুবিধায় বড় উদ্যোগ! ১২৫ বছরের পুরনো সেতুর রূপ বদলাতে ৪৩২ কোটি খরচ করছে রেল

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment