Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ফের যুদ্ধের আবহ! ভেনেজুয়েলায় হামলা আমেরিকার, কীভাবে প্রভাবিত হবে ভারত?

    1 week ago

    How will India be affected by America's attack on Venezuela.
    How will India be affected by America's attack on Venezuela.

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভেনেজুয়েলায় (Venezuela) হামলা চালিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কারাকাসে কমপক্ষে ৭ টি বিস্ফোরণ ঘটেছে এবং কম উচ্চতায় উড়ন্ত বিমানের শব্দ শোনা গেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই এমন হামলার ইঙ্গিত দিয়েছিলেন। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি। বরং, তাঁকে একজন স্বৈরাচারী শাসক বলে অভিহিত করেছে। ইতিমধ্যেই জানিয়েছেন যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করা হয়েছে। এদিকে, ট্রাম্প ভেনেজুয়েলার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। যার মধ্যে রয়েছে দেশের অপরিশোধিত তেল সরবরাহের ওপর বিধিনিষেধ। উল্লেখ্য যে, ভেনেজুয়েলায় মার্কিন হামলা ভারতের ওপরেও গভীর প্রভাব ফেলতে পারে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    ভেনেজুয়েলায় (Venezuela) আমেরিকার হামলায় কীভাবে প্রভাবিত হবে ভারত?

    জানিয়ে রাখি যে, ভারত ও ভেনেজুয়েলা বিভিন্ন ধরণের পণ্যের বাণিজ্য করে। ভারত ভেনেজুয়েলার অপরিশোধিত তেলও কেনে। ভারতের প্রধান তেল শোধনাগারগুলি (যেমন রিলায়েন্সের জামনগর তেল শোধনাগার) বিশেষভাবে এই কম খরচের ঘন তেল প্রক্রিয়াজাতকরণের জন্য তৈরি করা হয়েছে। এই তেল ডিজেল এবং পেট্রোলের মতো মূল্যবান জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। যদি এই তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে ভারত প্রতিদিন প্রায় ৬,০০,০০০ ব্যারেল তেল হারাবে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি মধ্যপ্রাচ্য বা কানাডা থেকে আরও দামি তেল কিনতে বাধ্য হবে।

    How will India be affected by America's attack on Venezuela.

    ভারত-ভেনেজুয়েলা বাণিজ্য: ভারত ভেনেজুয়েলায় ওষুধ থেকে শুরু করে টিকা, যন্ত্রপাতি, সুতির বস্ত্র, রাসায়নিক এবং ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে। ভেনেজুয়েলার ওষুধের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশও সরবরাহ করে ভারত। যা প্রায়শই কম দামে বা বিনামূল্যে দেওয়া হয়। এদিকে, ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল থেকে শুরু করে পেট্রোলিয়াম কোক, লোহার স্ক্র্যাপ, তামার স্ক্র্যাপ এবং কিছু জৈব রাসায়নিক আমদানি করে। ২০২৩-২৪ সালে, ভারত ভেনেজুয়েলা থেকে প্রায় ৪৩.৪ মিলিয়ন ডলার মূল্যের স্ক্র্যাপ লোহা আমদানি করে। এছাড়াও, ভারত ২০২৪ সালে ভেনেজুয়েলা থেকে প্রায় ৩৬.২০ মিলিয়ন ডলার মূল্যের অ্যালুমিনিয়াম আমদানি করেছে। যা অটোমোবাইল, নির্মাণ এবং বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয়।

    আরও পড়ুন: গায়ে পেট্রোল ঢেলে লাগিয়ে দেওয়া হয় আগুন, চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশে মৃত্যু খোকনচন্দ্র দাসের

    ভারতের ওপর কী প্রভাব পড়বে: ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত ভেনেজুয়েলা থেকে উল্লেখযোগ্য পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে। এই তেলের ওপর নির্ভরতা এখন ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারত ২০২৪ সালে ভেনেজুয়েলা থেকে প্রায় ২২ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে।
    ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি, ONGC Videsh, ভেনেজুয়েলায় ব্যাপক বিনিয়োগ করেছে। নিষেধাজ্ঞার কারণে ONGC Videsh-এর প্রায় ৬০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আটকে গেছে। এটি কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। এদিকে, ভেনেজুয়েলায় ভারতের ওষুধ ও পোশাক রপ্তানিও হ্রাস পেয়েছে। যা ভারতের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও, ভেনেজুয়েলার ওপর মার্কিন আক্রমণ ভারত ও ভেনেজুয়েলার মধ্যে আমদানি- রফতানি বন্ধ করে দিতে পারে।

    আরও পড়ুন: আর নয় জল্পনা! IPL ২০২৬-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর, KKR-কে কী নির্দেশ দিল BCCI?

    ভারত কেন হস্তক্ষেপ করছে না: জানিয়ে রাখি যে, ভারত আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে চায় না। ভেনেজুয়েলার ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের সময় ভারত আমেরিকার সমালোচনা করেনি। আসলে, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ভারত যদি আমেরিকা ও ভেনেজুয়েলা ইস্যুতে মুখ খোলে, তাহলে এই বাণিজ্য চুক্তি আবারও স্থগিত হয়ে যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    নাম রয়েছে ১৮ জনের, রাজ্যে ১৪৫ কোটির কেলেঙ্কারিতে চার্জশিট দিল ইডি
    Next Article
    শালিমারের বদলে এবার হাওড়া থেকেই ছাড়বে একাধিক এক্সপ্রেস, তালিকায় কোন কোন ট্রেন?

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment