Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এখনও অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকেনি? সমস্যা কোথায়, কীভাবে স্ট্যাটাস দেখবেন—রইল বিস্তারিত গাইড

    2 দিন আগে

    Krishak Bondhu payment stuck here's an easy way to check the status online

    বাংলা হান্ট ডেস্ক: কৃষকদের আর্থিক সাহায্যের জন্য যেমন কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bondhu)। এই প্রকল্পের অধীনে কৃষকেরা রবি ও আরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে টাকা পান। তবে গত ৮ জানুয়ারি ২০২৬ থেকে চলতি বছরের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেটা সাধারনত প্রতিবছর ডিসেম্বর মাসে এই কিস্তি টাকা দেওয়া হয়। কিন্তু এ বছর বিশেষ কিছু প্রশাসনিক কারণের জন্য তা জানুয়ারি মাসে দেওয়া হল। তবে এই টাকা রিলিজ হওয়ার পরও রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকেরা অভিযোগ করেছেন যে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কোনো মেসেজ আসেনি অথবা ব্যালেন্স বাড়েনি। তাই আপনিও যদি এই পরিস্থিতি শিকার হন তাহলে এই বিষয়ে আতঙ্কিত না হয় বিষয়টির বিস্তারিত জানুন।

    কৃষক বন্ধু টাকা আটকে? অনলাইনে স্ট্যাটাস দেখার সহজ উপায় (Krishak Bondhu)

    অনেকেই কিন্তু সরকারের পিএম কৃষাণ প্রকল্পের সঙ্গে রাজ্য কৃষি বন্ধু (Krishak Bondhu) প্রকল্পের তুলনা করে বিভ্রান্ত হন। জেনে রাখা ভালো, এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার কারিগরি পদ্ধতির সম্পূর্ণ আলাদা। তাই এই পার্থক্যটি বুঝতে পারে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। জেনে নিন এই দুটি প্রকল্পের বিষয়ে।

     Krishak Bandhu payment stuck here's an easy way to check the status online

    আরও পড়ুন: রাজ্যজুড়ে একইরকম ঠান্ডা শনিবার পর্যন্ত, এরপর কী বলছে পূর্বাভাস?জেনে নিন আবহাওয়ার খবর

    ১) পিএম কৃষাণ: এটি একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে মাত্র বোতাম ক্লিকের মাধ্যমে সারা দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় একসময় টাকা পাঠিয়ে দেওয়া হয়।

    ২) কৃষক বন্ধু: কৃষক বন্ধু প্রকল্পটি মূলত অর্থ বন্টন ব্যবস্থা হয় জেলাভিত্তিকের উপর নির্ভর করে। অর্থাৎ রাজ্য সরকার যখন টাকা রিলিজ করার ঘোষণা করেন, তখন মূলত বিভিন্ন জেলার কোষাকার গুলিতে সেই নির্দিষ্ট টাকা গুলো পাঠানো হয়। তারপর প্রতি জেলার ট্রেজারি তাদের নিজস্ব গতিতে এবং নিয়ম মেনে এই টাকা ব্যাংকে ফাইল পাঠায়। আর এই টাকা যেহেতু সরাসরি হেডকোয়ার্টার থেকে না গিয়ে জেলা ট্রেজারি হয়ে আসে তাই এক জেলায় কৃষক টাকা পেল অন্য জেলার কৃষকের টাকা পেতে ২-৩ দিন বা এক সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে।

    অ্যাকাউন্ট স্টেটাস চেক করবেন কীভাবে?

    আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে অযথা ব্যাংকের লাইন না দিয়ে নিজের মোবাইল থেকে বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন এর জন্য নিম্নলিখিত কিছু ধাপ অনুসরণ করতে হবে। দেখে নিন সেই পদ্ধতি গুলো:

    ১. প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। লিংক: https://krishakbandhu.wb.gov.in/

    ২. এরপর হোমপেজে থাকা ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ (Registered Farmer Information) নামক অপশনটিতে ক্লিক করুন।

    ৩. তারপর একটি সার্চ বক্স খুলবে। সেখানে আপনার সুবিধামতো ভোটার কার্ড (EPIC), আধার কার্ড, বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের অপশনটি বেছে নিন। সার্চ করা সবথেকে সহজ পদ্ধতি ভোটার কার্ড নম্বর দিয়ে চেক করা।

    ৪. এরপর নির্দিষ্ট ঘরে নম্বরটি বসিয়ে ‘I am not a robot’ চেকবক্সে টিক দিন এবং ‘Search’ বাটনে ক্লিক করুন।

    ৫. এরপর ‘Account Valid’ স্ট্যাটাসের গুরুত্ব সার্চ করার পর আপনার সামনে যে তথ্য আসবে, সেখানে ‘Transaction Status’-এর ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    যদি দেখেন সেখানে ‘Account Valid’ লেখা আছে, তবে নিশ্চিন্ত থাকুন।এর অর্থ হল আপনার নথিপত্র এবং ব্যাংক ডিটেইলস সব ঠিক আছে এবং ট্রেজারি থেকে টাকা ছাড়লে তা ১০০% আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আজ না ঢুকলেও আগামী কয়েকদিনের মধ্যে তা চলে আসবে।আর যদি ‘Account Valid’-এর পরিবর্তে অন্য কোনো এরর মেসেজ বা সমস্যা দেখায়, তবেই চিন্তার কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে কৃষি দফতরে যোগাযোগ করতে হবে (Krishak Bondhu)।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: ভোটের আগেই কি গ্রেফতার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? কী বলছে আইন?
    Next Article
    Suvendu Adhikari: তৃণমূলের ১৫ বছরের দুর্নীতি ফাঁস করে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী | TMC

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment