Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এক দশকের সফরে ইতি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলেন কঙ্গনা

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কয়েক বছর ধরেই ধর্মের দিকে বেশ মতিগতি হয়েছে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। প্রায়ই বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান তিনি। সম্প্রতি আবারও বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরতে দেখা যাচ্ছে তাঁকে। ১২ টি জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন কঙ্গনা। কিন্তু হঠাৎ এমন উদ্দেশ্যের কারণ কী?

    দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন কঙ্গনার (Kangana Ranaut)

    দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনের সফর অনেক দিন আগেই শুরু করেছিলেন কঙ্গনা। রবিবারই শেষ গন্তব্যে পৌঁছান তিনি। তাঁর শেষ গন্তব্য ছিল ভীমাশঙ্কর মন্দির। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লেখেন, তাঁর ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হল। তাঁর কথায়, মহাদেবের কৃপায় এবং পূর্বপুরুষদের পুণ্যের কারণে এই সফর পূর্ণ করতে পারলেন তিনি।

    Kangna ranaut completed 12 jyotirling darshan

    কীভাবে শুরু সফর: প্রায় এক দশক আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সফর শুরু করেছিলেন কঙ্গনা (Kangana Ranaut)। অভিনেত্রী জানান, প্রথম দিকে খানিকটা কাকতালীয় ভাবেই দর্শন শুরু করেছিলেন তিনি। তবে শেষের দিকে অনেকটাই পরিকল্পনা করেই এগিয়েছেন অভিনেত্রী।

    আরও পড়ুন : বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…

    কী লিখলেন কঙ্গনা: কঙ্গনা লিখেছেন, শেষের দিকে তিনি অনেকটা সচেতন ভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁকে ১২ টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতেই হবে। শেষ গন্তব্য ছিল ভীমাশঙ্কর। এখানে শিব এবং শক্তি অর্ধনারীশ্বর হিসেবে অবস্থান করছেন। প্রায় সমগ্র দিনই এই জ্যোতির্লিঙ্গ ঢাকা থাকে। মাত্র দশ মিনিটের জন্য দর্শনের সুযোগ মেলে। তিনি ভাগ্যবতী যে তাঁর মধ্যে দর্শন করতে পেরেছেন।

    আরও পড়ুন : এই এক ট্রিকেই হবে পারফেক্ট ক্ষীরের পাটিসাপটা! লাগবে না প্যানে, হবে নরম, তুলতুলে

    এর আগে গিরীশনেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের বিষয়ে কঙ্গনা লিখেছেন, বহু জ্যোতির্লিঙ্গ তিনি ২ থেকে ৪ বার দর্শন করেছেন। কিন্তু মহারাষ্ট্রে এই একটিই জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে। কিন্তু তাঁর সৌভাগ্য হয়েছে এই জ্যোতির্লিঙ্গ দর্শনের।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৯ ডিসেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    ভারতের সেই ধুরন্দর, যার জন্য মিজোরাম ও সিকিম ভারতের রাজ্য | Real Dhurandhar of India | Ajit Doval

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment