Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

    1 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাদা বলের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির দাপট অবিস্মরণীয়। ভারতকে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে দু-দুটি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতানো প্রাক্তন অধিনায়ক ভারতীয় দলের শীর্ষ স্তরের খেলোয়াড়দের মধ্যে ছিলেন। এবার সেই প্লেয়ারদের পেনশন বাড়ল। পেনশন বাড়ানো হলো ক্যাপ্টেন কুলেরও (MS Dhoni Pension Hike)। হ্যাঁ, জানা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য ধোনির পেনশন এক ধাক্কায় 50,000 টাকা থেকে বাড়িয়ে 70,000 করা হয়েছে।

    20 হাজার টাকা বেশি পেনশন পাবেন ধোনি

    ভারতীয় ক্রিকেট বোর্ডের কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা পেনশন পেয়ে থাকেন। ক্রিকেট থেকে অবসর নিলেও পরবর্তীতে যাতে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা যায় সেজন্যই এই পেনশন প্রকল্প। আর এই প্রকল্পের অধীনেই 2007 এবং 2011 র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার 20,000 টাকা বেশি অর্থাৎ 70,000 টাকা পেনশন হিসেবে পাবেন।

    অবশ্যই পড়ুন: ঘুঁচতে পারে ‘কাঙাল দশা’, পাকিস্তানে মিলল বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার!

    তবে শুধু ধোনি নন, ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় সহ অন্যান্য নামজাদা ক্রিকেটাররা এবার থেকে প্রতিমাসে 70,000 টাকা করে পেনশন পাবেন। বলে রাখি, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে মাসিক পেনশন বাবদ 60,000 হাজার টাকা পেয়ে থাকেন। জানা গিয়েছে, প্রাক্তন ক্রিকেটার অসুস্থ বিনোদ কাম্বলিও প্রতিমাসে বোর্ডের কাছ থেকে 30,000 টাকার আর্থিক সাহায্য পান।

    অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গে দার্জিলিংয়ের ফিলিং, আরও কতটা নামবে পারদ? জানাল আবহাওয়া দফতর

    উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে IPL খেলছেন মহেন্দ্র সিং ধোনি। সেখান থেকেও বছরে বিপুল অর্থ উপার্জন করেন মাহি। এছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটারের নিজের নামে একাধিক ব্যবসা রয়েছে। সেই সাথে বিভিন্ন ব্র্যান্ডের প্রধান মুখ তিনি। এক কথায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ অন্যান্য বিজ্ঞাপনে প্রচার থেকে বিপুল অর্থ উপার্জন করেন 1200 কোটির মালিক ধোনি।

    Click here to Read More
    Previous Article
    আচমকাই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গ নিয়ে নয়া সতর্কতা আবহাওয়া দপ্তরের
    Next Article
    শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘিরে বড় সিদ্ধান্ত, নতুন বছরের শুরুতেই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment