Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ডিজিটাল দুনিয়ায় হার মানল কাগজের চিঠি! এই দেশে বন্ধ হল ডাকব্যবস্থা

    1 সপ্তাহ আগে

    বাংলাহান্ট ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় তার পরিণতি যেন আগেই লেখা ছিল। ইমেল, মেসেজ আর হোয়াট্‌সঅ্যাপের যুগে শেষ পর্যন্ত থেমে গেল ডেনমার্কের (Denmark) ঐতিহ্যবাহী ডাক ব্যবস্থা। বিশ্বের প্রথম দেশ হিসেবে ডাকযোগে চিঠি পাঠানোর পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিল ডেনমার্ক। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে যেন একসঙ্গে বিদায় নিল অপেক্ষা, খাম আর হাতে লেখা চিঠির আবেগ।

    বিশ্বের প্রথম দেশ হিসেবে ডাক ব্যবস্থা বন্ধ হল ডেনমার্কে (Denmark)

    ইতিহাস বলছে, প্রাচীন মিশরে প্রায় ২৪০০ খ্রিস্টপূর্বাব্দে ফারাওদের আমলেই প্রথম ডাক ব্যবস্থার সূচনা হয়। ভারতে আধুনিক ডাক ব্যবস্থার শুরু ১৭৭৪ সালে। ডেনমার্কে এই পরিষেবা চালু হয়েছিল আরও আগেই, ১৬২৪ সালে। প্রায় ৪০১ বছর ধরে নাগরিকদের সেবা দেওয়ার পর ২০২৫ সালে এসে তার ইতি টানল দেশটি। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত ডাক সংস্থা পোস্টনর্ড।

    আরও পড়ুন:ভারতকে ঘিরে ফেলতে এই ৪ দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চিন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

    পোস্টনর্ডের কর্তৃপক্ষ জানায়, ডেনমার্কের নাগরিকেরা এখন সম্পূর্ণভাবে ডিজিটাল যোগাযোগের উপর নির্ভরশীল। ব্যক্তিগত চিঠি লেখার প্রবণতা কার্যত নেই। সরকারি দপ্তরের নথিপত্র, বিল, নোটিস—সবই বহুদিন ধরে অনলাইনে আদানপ্রদান হচ্ছে। ডাক ব্যবস্থার ব্যবহার সীমিত হয়ে গিয়েছে প্রায় শুধু পার্সেল পাঠানোর মধ্যেই। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে সরকার ডাক পরিষেবা বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

    এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন পোস্টনর্ডের প্রধান নির্বাহী কিম পেডারসেন। তাঁর কথায়, শতাব্দীর পর শতাব্দী ধরে যে ব্যবস্থা মানুষের অনুভূতির বাহক ছিল, তা বন্ধ হওয়া নিঃসন্দেহে আবেগের। তবে বাস্তবতা হল, ডেনমার্কে এখন ই-কমার্সের চাহিদা সবচেয়ে বেশি, যেখানে পার্সেলের সংখ্যা চিঠির তুলনায় বহুগুণ বেশি। সেই প্রয়োজনের দিকেই নজর দিচ্ছে সংস্থা।

    The postal service has been shut down in Denmark.

    আরও পড়ুন:পিনাকের পর প্রলয়ের গর্জন! বঙ্গোপসাগরে সম্পন্ন হল নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    বিশ্বজুড়েই ২০০০ সালের পর থেকে চিঠি লেখার রেওয়াজ কমতে শুরু করে। মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল পেমেন্টের প্রসারে মেসেজ, ইমেল আর হোয়াট্‌সঅ্যাপ জায়গা করে নেয় চিঠির বদলে। এর প্রভাব পড়ে মনি অর্ডার-সহ নানা ডাক পরিষেবার উপরও। পরিসংখ্যান বলছে, গত ২৫ বছরে ডেনমার্কে চিঠির পরিমাণ কমেছে প্রায় ৯০ শতাংশ। সেই কারণেই মঙ্গলবার শেষ চিঠি পাঠিয়ে ৪ শতকের ঐতিহ্যের অবসান ঘটাল ডেনমার্কের ডাক ব্যবস্থা।

    Click here to Read More
    Previous Article
    Banglahunt Social Summit 2025 | বাংলাহান্ট সোশ্যাল সামিট ২০২৫ | Indian Museum | Ministry of Culture
    Next Article
    KKR-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান? মিলল বড় আপডেট

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment