Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ব্রিটেনে ব্যান করা হতে পারে ইলন মাস্কের X

    2 days ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: ইলন মাস্কের মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে এবার নিষিদ্ধ করা হতে পারে ব্রিটেনে (X Ban in United Kingdom)। জানা গিয়েছে, মাস্কের এআই চ্যাটবট Grok দিয়ে বিভিন্ন যৌনায়ত ও অনৈতিক ছবি তৈরি হওয়ার অভিযোগ উঠছিল। সেই ঘটনায় ব্রিটিশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং মাস্কের সংস্থার বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা Ofcom-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

    আসল ঘটনাটি কী?

    জানিয়ে রাখি, Grok হলো এক্সের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এটি লেখাভিত্তিক নির্দেশনা পেয়ে ছবি কিংবা অন্যান্য তথ্য তৈরি করে। সম্প্রতি অনলাইন ব্যবহারকারীরা Grok-কে বিভিন্নভাবে অনুরোধ করে এমন সব ছবি তৈরি করছে, যেখানে নারীদের ডিজিটাল পোশাক ছাড়ানো হয়েছে। এমনকি অনুমতি ছাড়াই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ছোট বা কম বয়সী মেয়েদেরকে যৌনভাবে উপস্থাপন করা হচ্ছে।

    আরও পড়ুন: ট্রাকের সাথে বিরাট সংঘর্ষ! গাড়ি দুর্ঘটনায় মৃত বচ্চন কন্যা সহ ৩

    এদিকে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনা সম্পর্কে বলেছেন, এটি অত্যন্ত অপমানজনক এবং ঘৃণ্য ঘটনা। আমরা একে সমর্থন করি না। তিনি আরও বলেছেন, এক্স-কে মোকাবিলা করতে হবে এবং Ofcom-কে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করে সমর্থন জানাতে হবে। আমরা সমস্ত বিকল্প খোলা রেখেছি। প্রয়োজনে আমরা কঠিন সিদ্ধান্ত নেব।

    বলে রাখি, Ofcom হলো ব্রিটেনের যোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। Online Safety অ্যাক্টের আওতায় এটি যদি মনে করে যে কোনও প্লাটফর্ম অবৈধ বা ক্ষতিকারক কিছু প্রদর্শন করছেম তাহলে কোম্পানির বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে। এমনকি যদি প্রয়োজন হয়, তাহলে সম্পূর্ণভাবে প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করে দিতে পারে। আর এ থেকে বোঝা যাচ্ছে যে, সরকার জরিমানা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং নিষেধাজ্ঞাও দিতে পারে।

    আরও পড়ুন: ৫১টি NBFC সংস্থার লাইসেন্স বাতিল করল আরবিআই!

    সবথেকে বড় ব্যাপার, ঘটনার পর এক্স কর্তৃপক্ষ Grok এর ছবি তৈরি এবং সম্পাদনার কিছু ফিচার শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। যাতে কেউ সহজে অশ্লীল বা অনৈতিক ছবি তৈরি করতে না পারে। কিন্তু এই পরিবর্তন সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট কিনা তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার কোন সিদ্ধান্তের পথে এগোয় স্টারমার সরকার।

    Click here to Read More
    Previous Article
    শুনানিতে চরম গন্ডগোল—রায় দিতে পারলেন না বিচারপতি, দাবি রাজ্যের আইনজীবীর
    Next Article
    চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হবে পুনরুজ্জীবিত! কী পরিকল্পনা ভারতের?

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment