Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাংলাদেশের ফের হিন্দু যুবকের মৃত্যু, চোর সন্দেহে তাড়া খেয়ে জলে ঝাঁপ দেওয়ায় প্রাণ হারালেন নওগাঁয়ের মিঠুন

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু সম্প্রদায়ের উপর হামলার আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এল। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুরে চোর সন্দেহে একদল মানুষের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সি এক হিন্দু যুবকের। মৃতের নাম মিঠুন সরকার। তিনি ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। পুলিশ পরে খাল থেকে তাঁর দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    বাংলাদেশে (Bangladesh) ফের এক হিন্দু যুবকের মৃত্যু

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে হাটচকগৌরী বাজার এলাকায় চোর সন্দেহে কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মারমুখী জনতার হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি খালের দিকে যান। আতঙ্কে পড়ে শেষ পর্যন্ত খালে ঝাঁপ দেন মিঠুন। স্থানীয়দের দাবি, শীতল জলে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি আর ভেসে ওঠেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

    আরও পড়ুন: আমেরিকায় থাকার নিশ্চয়তা চাইছে ট্রাম্প সরকার, বাংলাদেশিদের জন্য চালু হল ভিসা বন্ড ব্যবস্থা

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে খালে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর খাল থেকে মিঠুন সরকারের নিথর দেহ উদ্ধার করা হয়। মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে মিঠুন সত্যিই কোনও চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি বলে পুলিশ স্পষ্ট করেছে।

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, যাচাই না করেই চোর সন্দেহে কাউকে তাড়া করা এবং এমন পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার সংগঠনগুলির মতে, এ ধরনের জনরোষ ও সন্দেহের রাজনীতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। প্রশাসনের ভূমিকা ও দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    Another Hindu youth has died in Bangladesh.

    আরও পড়ুন:ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা ঘিরে চাপানউতোর, সামরিক অভিযানের ইঙ্গিত হোয়াইট হাউসের

    মিঠুন সরকারের মৃত্যু গত কয়েক দিনে বাংলাদেশে হিন্দুদের উপর ঘটে যাওয়া ধারাবাহিক হিংসার সর্বশেষ সংযোজন। সোমবারই যশোর জেলায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে এক হিন্দু ব্যবসায়ী ও একটি সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক নিহত হন। একই দিনে নরসিংদীতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন এক হিন্দু মুদি দোকানদার। তার আগে জানুয়ারির শুরুতে শরিয়তপুরে খোকনচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। ডিসেম্বর মাসেও একের পর এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে দেশ, যা বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    বাংলাদেশে অশান্তির জেরে বড় সিদ্ধান্ত, ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করল ঢাকা
    Next Article
    মুখ্যমন্ত্রী আমাদের দাবী না মানলে,আমরা মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পরাজিত করব : আশাকর্মী

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment