Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাংলাদেশ দল ভারতে খেলতে না আসলে কিছুই যাবে আসবে না BCCI-র! কারণ এখানে….

    1 week ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান বিতর্কে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। সেই সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে BCB। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিয়ে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্র মারফত খবর, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জয় শাহের সংস্থা। তবে বোর্ডের (Board Of Control For Cricket In India) একটি সূত্র দাবি করছে, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না আসলেও কিছুই যাবে আসবে না BCCI এর।

    বাংলাদেশ না এলেও বিকল্প প্ল্যান রয়েছে BCCI এর!

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে। এবছর বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। ফলে এই দুই দেশেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চাপে শেষ পর্যন্ত ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা পাড়ের বোর্ড। মূলত প্লেয়ারদের নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ বোর্ড।

    আর এখানেই প্রশ্ন উঠছে বাংলাদেশের প্লেয়াররা ভারতে খেলতে না এলে ক্ষতির মুখে পড়বে BCCI? বলে রাখি, ICC র সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা বাংলাদেশের। এরপর আবার 17 ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে নামবেন মুস্তাফিজুর রহমানরা। প্রথম তিন ম্যাচ কলকাতায় হলেও চতুর্থ ম্যাচটি হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে আপাতত বাংলাদেশের ভারত সফর আটকে আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর দপ্তরে।

    অবশ্যই পড়ুন: রেলপথে জুড়ে যাবে ডুয়ার্স ও বেঙ্গালুরু, চলছে নতুন ট্রেন রুট জোড়ার পরিকল্পনা

    হিসেব করে দেখতে গেলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে চারটি ম্যাচ রয়েছে কলকাতা এবং মুম্বই মিলিয়ে সেই ম্যাচের 2 লাখ 20 হাজার টিকিট বিক্রি হতে পারে। বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় হওয়ার কথা 7 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে। তবে বাংলাদেশ দল ভারতে না এলে এই পুরোটাই ক্ষতির তালিকায় যাবে। তবে বাংলাদেশের বদলে যদি ওই দিনগুলিতে অন্য দলের ম্যাচ রাখা যায় সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের উপর।

    অবশ্যই পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

    বিশ্বকাপের টিকিট বিক্রির ক্ষেত্রেও বিশ্ব ক্রিকেট সংস্থার কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা থাকবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিজনেস কর্পোরেশনের কাছে। ফলে আয়োজক BCCI পুরো টাকা পাচ্ছে না। ফলের সহজেই বলা যায়, টিকিট বিক্রির ক্ষেত্রে আর্থিক ক্ষতি হলেও তা গায়ে লাগবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে স্পনসরশিপ থেকে শুরু করে হসপিটালিটি ডিমান্ড, অন্যান্য খরচের ক্ষেত্রে বোর্ডের কিছুটা ক্ষতি হতে পারে। তবে সূত্র বলছে, এই ক্ষতি পূরণ করে নেওয়ার একাধিক সুযোগ পাবে বোর্ড।

    Click here to Read More
    Previous Article
    গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাসে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    Next Article
    শিলিগুড়িতে ৫৪ বিঘা জমিতে গড়ে উঠবে মহাকাল মন্দির, শিলান্যাসের দিনক্ষণ সামনে

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment