Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘আওয়াজ কাহাঁ তক জানি চাহিয়ে?’ মুক্তি পেল Border 2-এ শিহরণ জাগানো টিজার

    3 সপ্তাহ আগে

    border 2 teaser
    border 2 teaser

    সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধামাকাদার টিজার মুক্তি পেল বর্ডার ২ -এর (Border 2 Teaser)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্ডার ২-এর টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এটি ইতিমধ্যেই মন জয় করেছে মানুষের। টিজারে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠির ঝলক দেখে ভক্তরা রোমাঞ্চিত। ভিডিও সামনে আসতেই নেটাগরিকরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

    টিজার মুক্তি পেল বর্ডার ২-এর

    কেউ কেউ টিজারটিকে একটি মাস্টারপিস বলেও অভিহিত করেছেন। টিজার দেখেই আন্দাজ করা হচ্ছে সিনেমাটি কতটা মারকাটারি হতে চলেছে। এক কথায় নতুন করে নতুন বছরের ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার গল্প আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে। টিজারটিতে অ্যাকশন এবং আবেগের সাথে মিলিত সাহসিকতার এক কাহিনী সম্পূর্ণভাবে দেখা গিয়েছে।

    হতবাক সিনেপ্রেমীরা

    টিজারটি শুরু হয় সানি দেওলের শক্তিশালী কণ্ঠস্বর দিয়ে। যেখানে তিনি বলছেন, “তুমি যেখানেই প্রবেশ করার চেষ্টা করো, আকাশ থেকে, স্থল থেকে, সমুদ্র থেকে… তুমি তোমার সামনে একজন ভারতীয় সৈনিককে দাঁড়িয়ে দেখতে পাবে। সে আমাদের চোখের দিকে তাকিয়ে বুক চাপড়ে বলবে, ‘যদি সাহস থাকে, এসো, এটাই ভারত।’ যথাসম্ভব টিজারটিতে এরপর ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। শকরগড় সেক্টরে একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে বরুণ ধাওয়ানের চরিত্রটি দেখানো হয়েছে। পরবর্তী বিস্ফোরণটি ঘটে শ্রীনগরের ভারতীয় বিমান ঘাঁটিতে, যেখানে দিলজিৎ দোসাঞ্জকে আহত অবস্থায় মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। পরবর্তী ঝলকটি উত্তর আরব সাগরের, যেখানে আহান শেঠিকে আহত অবস্থায় দেখা যায়। এরপর সানি দেওল প্রবেশ করেন, তাকে মিসাইল বন্দুকের গুলি চালাতে দেখা যায়। ঠিক যেন সেই ৯০-এর দশকের বর্ডার সিনেমার এক ঝলক উঠে এসেছে। এই টিজার দেখে উচ্ছ্বসিত দর্শকরাও।

    টিজারে বলা হয়েছে যে ছবিটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। ২ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারটি দেখার পর জানা গেছে যে বরুণ ধাওয়ানকে ছবিতে একজন ভারতীয় সেনা সৈনিকের ভূমিকায় দেখা যাবে। দিলজিৎ দোসাঞ্জকে একজন বায়ুসেনা অফিসারের ভূমিকায় এবং আহান শেঠিকে একজন নৌবাহিনীর সৈনিকের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে সানি দেওলকে ‘বর্ডার’-এর মতো একই চরিত্রে দেখা যাবে। টিজারটি দেখার পর জানা গেছে যে এই চারজনের গল্প ছবিতে দেখানো হবে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।  বাকিটা আপনিও দেখুন টিজারে।

    Click here to Read More
    Previous Article
    ছিটকে গেল পরশুরাম, টেক্কা দিল পরিণীতা, চলতি সপ্তাহের TRP তালিকায় চমকের পর চমক
    Next Article
    আয়ে ছাপিয়ে গেল ‘কুলি’, ‘পুষ্পা’-কে! ১০ দিনে ‘ধুরন্ধর’ এর বক্স অফিস কালেকশন কত?

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment