Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আর বাংলাদেশে যেতে পারবেন না ভারতীয়রা? ভিসা দেওয়া বন্ধ করল ইউনূস সরকার

    4 days ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে ক্রমাগত হিন্দু হত্যা নিয়ে ভারতের প্রতিবাদ, মুস্তাফিজুর রহমান বিতর্ক সব মিলিয়ে নয়া দিল্লি-ঢাকা সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন একেবারে চরমে। ঠিক সেই আবহে এবার বিরাট পদক্ষেপ নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Stops Visa For Indians)। ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল পদ্মা পাড়ের প্রশাসন। বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুদেশের মধ্যে সম্পর্কের ব্যাপক টানাপোড়নের কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতীয়দের পর্যটক ভিসা পরিষেবা বন্ধ রাখছে ঢাকা। ফের কবে থেকে সেই ভিসা দেওয়া শুরু হবে তার কোনও স্পষ্ট উত্তর নেই।

    কোনও ভারতীয়ই আর বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না?

    ওপার বাংলার সংবাদমাধ্যম যা জানাচ্ছে, মহম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্তে আপাতত ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ রাখা হচ্ছে। তবে লেখাপড়া বা ব্যবসায়িক কাজে বাংলাদেশে যেতে পারবেন ভারতীয়রা। অর্থাৎ ভারতীয়দের জন্য স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা পরিষেবা অব্যাহত রেখেছে ওপার বাংলার সরকার। বলাই বাহুল্য, এর আগে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার বাংলাদেশ দূতাবাসে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ফলে মুম্বই, চেন্নাই, গুয়াহাটি সহ কলকাতার উপ দূতাবাস থেকে বাংলাদেশের পর্যটক ভিসা নিতে হচ্ছিল ভারতীয়দের। এবার এইসব দূতাবাসেও পর্যটক ভিসা দেওয়ার কাজ বন্ধ রাখা হলো।

    অবশ্যই পড়ুন: ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন পদকজয়ী শুটার! খেলবেন কানাডার জাতীয় দলে

    এ নিয়ে বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, আজ থেকেই বাংলাদেশের পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন ভারতীয়রা চাইলেও কোনও দূতাবাস থেকেই পর্যটক ভিসা পাবেন না। এর অর্থ নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ করা যাচ্ছে না। তবে লেখাপড়া এবং ব্যবসার স্বার্থে যথাযথ প্রমাণ দেখিয়ে স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা পাওয়া যাবে।

    অবশ্যই পড়ুন: চুক্তি ভঙ্গ, ফের ভারতকে বড়সড় ঝটকা দিল ডোনাল্ড ট্রাম্প!

    হঠাৎ কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার?

    আচমকা ঠিক কোন কারণে ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করে দেওয়া হলো তা নিয়ে মুখ খোলেনি ওপার বাংলার সরকার। তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি সূত্র দাবি করছে, বিগত দিনগুলিতে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ওপার বাংলায় সংখ্যালঘু অত্যাচারের ঘটনায় ভারতীয়রা সরব হওয়ায় বেঁকে বসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাছাড়াও আগামী 12 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন। তাঁর আগে ভারতীয়রা ও দেশে ভ্রমণ করতে গেলে তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে ইউনূস সরকার। এসব নিয়েই পর্যটক ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে পদ্মা পাড়ের প্রশাসন।

    Click here to Read More
    Previous Article
    আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ED, হার্ডডিস্ক ও ফাইল নিয়ে বেরোলেন মমতা
    Next Article
    কয়লাকাণ্ডে প্রতীক জৈনের বাড়ি ও I-Pac অফিসে হানা ED-র, পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, সিপি

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment