Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘আমি কি বাঁচব?’ সবকটা ঘুমের ওষুধ খেয়ে প্রথমে কী করেছিলেন দেবলীনা?

    5 দিন আগে

    বাংলাহান্ট ডেস্ক : ব্যক্তিগত জীবনে প্রবল অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেন গায়িকা তথা ইউটিউবার দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। ফেসবুক লাইভ শেষ করার পরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে খবর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আগের থেকে তাঁর শারীরিক পরিস্থিতিও অনেকটা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। ঠিক কী ঘটেছে ওইদিন?

    সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন দেবলীনা (Debolinaa Nandy)

    হাসপাতালে শুয়ে বন্ধু সায়ক চক্রবর্তীর ফেসবুক লাইভে মুখ খুললেন দেবলীনা। সূত্রের খবর অনুযায়ী, নিজের ফেসবুক লাইভটা শেষ করার কিছুক্ষণ পরেই গাড়ির মধ্যে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে দ্রুত তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকটি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন গায়িকা। হাসপাতালে তাঁর পাকস্থলী পরিষ্কার করেন চিকিৎসকরা।

    Whom did debolinaa nandy first message after taking pills

    কাকে মেসেজ করেন গায়িকা: দেবলীনা (Debolinaa Nandy) লাইভে বলেন, কাজ অর্ধসমাপ্ত তিনি রাখতে চাননি। পুরো শেষ করতে চেয়েছিলেন। এই সেকেন্ড চান্সের দরকার ছিল না তাঁর। দেবলীনার কথায়, যখন সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছে, প্রথমে ভেবেছিলেন যে স্বামী প্রবাহকে মেসেজ করবেন। কিন্তু তিনি জানতেন যে ওই মেসেজের উত্তর আসবে না। শেষে সায়ককে মেসেজ করে তিনি সব জানিয়ে বলেন, ‘আমি কি বাঁচব’।

    আরও পড়ুন : সপ্তাহের প্রথম দিনেই বিকল মেট্রো, সকাল থেকে দুর্ভোগের চূড়ান্ত ব্লু লাইনে

    কী বলেন দেবলীনা: দেবলীনা আরও বলেন, ঘুমের ওষুধ খেয়ে যখন চোখ জুড়িয়ে আসছিল তখনও ঈশ্বরকে বলছিলেন, সব ঠিক করে দাও। মা নয় সংসার, নয় স্বামী এমন প্রশ্নের মুখোমুখি হবেন এমনটা ভাবতেই পারেননি একসময়। দেবলীনা (Debolinaa Nandy) এও বলেন, বিয়ের আগে নিজেকে, গানকে আর মাকে সবথেকে বেশি ভালোবেসেছিলেন। বিয়ের পর স্বামীকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন।

    আরও পড়ুন : বছরের শুরুতেই বন্ধ মিল, এক রাতের নোটিশে কাজ হারালেন অন্তত ১০০০, মাথায় হাত শ্রমিকদের

    দীর্ঘদিনের বন্ধু সায়কের ফেসবুক লাইভে এসেই পুরো বিষয়টা জানালেন দেবলীনা। অন্যদিকে সায়ক এই ঘটনার পর জানিয়েছিলেন, বৈবাহিক জীবনে এক বছর ধরে এমন সমস্যা হলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে হয়তো এমন সিদ্ধান্ত নেয়। দেবলীনাকে অনেকবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শও তিনি দিয়েছিলেন বলে জানান সায়ক।

    Click here to Read More
    Previous Article
    এ কেমন রাগ! IPL নিষিদ্ধ করলেও খিদে মেটাতে সেই ভারতের ওপরেই নির্ভরশীল বাংলাদেশ
    Next Article
    Banglahunt Presents Tough Talk with Rhitobrata : SIR-এ আসল লাভ কার?

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment