Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আকাশ সীমা হবে আরও মজবুত, ভারতকে S-350 Vityaz মিসাইল দেবে রাশিয়া

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: আরও শক্তিশালী হতে চলেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার বড় প্রস্তাব রাশিয়ার। মস্কো ভারতের হাতে তুলে দিতে চাইছে তাদের অত্যাধুনিক S-350 Vityaz এয়ার ডিফেন্স সিস্টেম। আর এটি বর্তমানে ব্যবহৃত S-400 Triumph এর সঙ্গে মিলিয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারে বলেই অনুমান। সবথেকে বড় বিষয়, এই প্রস্তাবের সঙ্গে রয়েছে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের সুযোগ। ফলত, S-350 এর বিভিন্ন যন্ত্রাংশ এবং সিস্টেম ভবিষ্যতে ভারতে তৈরি করা হতে পারে, যা মেক ইন ইন্ডিয়াকে আরও আত্মনির্ভর করবে।

    কেন S-350 ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

    রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা সূত্রে খবর, S-350 মূলত S-400 এর সহায়ক হিসেবে কাজ করবে। S-400 সাধারণত দীর্ঘ পাল্লার হুমকিগুলোকে মোকাবিলা করে। আর অন্যদিকে S-350 মাঝারি বা স্বল্প দূরত্বের শত্রু আক্রমণকে ঠেকাবে। আর এই সিস্টেমকে ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হলে আকাশে সবথেকে সুরক্ষিত প্রযুক্তি বলয় তৈরি হবে। বলাবাহুল্য, বর্তমানে ভারত তিনটি S-400 স্কোয়াড্রোন কার্যকর করতে পেরেছে। আর ভবিষ্যতে আরও দুটি আসার কথা। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় S-350 হতে পারে আদর্শ সমাধান।

    আরও পড়ুনঃ অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া, নয়া পন্থা রাজ্য সরকারের

    S-350 এর মূল বৈশিষ্ট্য

    জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে S-350E নামে পরিচিত এই সিস্টেমটির রাশিয়ার Almaz-Antey সংস্থা তৈরি করেছে। এর পাল্লা সর্বোচ্চ ১২০ কিলোমিটার এবং একবার লঞ্চে সর্বোচ্চ ১২টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এমনকি একসঙ্গে ১৬টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। আর এটি মূলত ২০ থেকে ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে। পাশাপাশি এতে 9M96E, 9M96E2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং রয়েছে স্বল্প পাল্লার 9M100। আর এই সিস্টেমে রয়েছে আধুনিক AESA রাডার, যা খুব নিচু দিয়ে উড়ে আসা ড্রোন ক্রুজ মিসাইলগুলিকে সহজেই সনাক্ত করে গুঁড়িয়ে দেয়।

    পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে শক্তি বাড়াবে S-350

    বলাবাহুল্য, পাকিস্তান মূলত নিচু দিয়ে উড়ে আসা Babur ক্রুজ মিসাইল, JF-17 ও J-10 যুদ্ধবিমান ব্যবহার করে। আর এই ধরনের হুমকি মোকাবিলার ক্ষেত্রে S-350 অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের সময় ইতিমধ্যেই পাকিস্তানের আকাশে সবকিছু গুঁড়িয়ে দিয়েছে S-400। আর S-350 যুক্ত হলে পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তে প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

    আরও পড়ুনঃ হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল রেল, জানুন ভাড়া এবং রুট

    অন্যদিকে চিনের হাত রয়েছে J-20 স্টেলথ ফাইটার, ড্রোনের মতো সব আধুনিক ক্ষেপণাস্ত্র। আর লাদাখ এবং অরুণাচল প্রদেশের মধ্যে উচ্চভূমিতে দ্রুত প্রতিক্রিয়াশীল মাঝারি পাল্লার সিস্টেমগুলি অত্যন্ত জরুরী। এই কারণে S-350 একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হওয়ায় এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মত প্রকাশ বিশেষজ্ঞদের। এখন শুধুমাত্র রাশিয়ার প্রস্তাবে ভারতের সায় দেওয়ার পালা।

    Click here to Read More
    Previous Article
    ২০২৫-এর ডিসেম্বরে উপচে পড়ল দেশের কোষাগার! GST আদায়ের পরিমাণে বিরাট বৃদ্ধি
    Next Article
    'ফেলো টাকা, দাও পুজো ' কালীঘাট মন্দিরে টাকা নিয়ে পুজো দেওয়ানোর অভিযোগ

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment