Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আগামী ৬ মাসে আরও ৮টি, ২০২৬-এ কটি বন্দে ভারত স্লিপার চলবে? জানাল রেল

    1 week ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশবাসীর দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) পরিষেবা শুরু হচ্ছে চলতি মাসেই। সব ঠিক থাকলে, আগামী 15 থেকে 20 তারিখের মধ্যেই হয়ে যাবে এই ট্রেনের উদ্বোধন। আর তার পরই ভারতের বুক চিড়ে ছুটে চলবে বন্দে ভারত স্লিপার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি ছুটবে হাওড়া থেকে গুয়াহাটি রুটে। তার আগে গতকাল অর্থাৎ শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি নয়া দিল্লি স্টেশনে পৌঁছেছিল। সেখানেই ট্রেনের অন্দরমহল এবং বহিরঙ্গ নিজে পরীক্ষা করে দেখেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তারপরই রেল যাত্রীদের সুখবর শুনিয়ে বিরাট ঘোষণা দিলেন তিনি।

    আগামী ছয় মাসে আরও 8টি নতুন বন্দে ভারত স্লিপার পাবে দেশ

    দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, গতকাল নয়া দিল্লি স্টেশনে নতুন বন্দে ভারত স্লিপার পরিদর্শনে গিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খোলাখুলি জানালেন, আগামী 6 মাসের মধ্যে দেশে আরও নতুন 8টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। 2026 এর একেবারে শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে পৌঁছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 12 তে। অর্থাৎ এবছর সবমিলিয়ে এক ডজন বন্দে ভারত স্লিপার চালু করার লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল মন্ত্রক।

    রেলমন্ত্রীর কথা মতো, আগামী 17 জানুয়ারি অথবা 18 জানুয়ারি নাগাদ পুরো দমে বন্দে ভারত স্লিপারের পরিষেবা শুরু হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা এই ট্রেন উত্তর-পূর্ব থেকে কলকাতায় যাতায়াতের কঠিন পথ অনেকটাই সহজ করবে বলেই আশা সিংহভাগেরই। বলাই বাহুল্য, ভারতীয় রেলের নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    অবশ্যই পড়ুন: একদা TRP টপার ‘পরিণীতা’য় ভাঙন, সিরিয়াল ছাড়ছেন অভিনেতা! বদলে যাবে গল্প?

    বন্দে ভারত স্লিপারের বৈশিষ্ট্য

    দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটির বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে হলে এটি একটি সেমি হাই স্পিড ট্রেন। যেখানে মূলত 16টি কোচ রয়েছে। যার মধ্যে 11টি কোচই থার্ড এসি, 4টি কোচ সেকেন্ড এসি এবং একটি ফাস্ট এসি কোচ রয়েছে এই ট্রেনে। বলে রাখি, নতুন বন্দে ভারত স্লিপারের থার্ড এসিতে মোট 611টি বার্থ রয়েছে, সেকেন্ড এসিতে রয়েছে 188টি ব্যর্থ, একইভাবে ফার্স্ট ক্লাস এসিতে 24টি বার্থ পেয়ে যাবেন যাত্রীরা। ভারতীয় রেল জানিয়েছে, এই ট্রেনে করে একসাথে 823 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, বিপুল সংখ্যক যাত্রী নিয়েও 180 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে ছুটবে এই ট্রেন।

    অবশ্যই পড়ুন: মুস্তাফিজের বিকল্প হিসেবে KKR-র তালিকায় এই ৮ বোলার

    প্রসঙ্গত, ভারতীয় রেলের লক্ষ্য যাত্রী সুবিধার্থে যত দ্রুত সম্ভব এ বছরের ডিসেম্বরের আগেই রেল ব্যবস্থায় নতুন 12টি বন্দে ভারত স্লিপার ট্রেন যোগ করা। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে নয়া দিল্লি। জানা গিয়েছে, এই ট্রেনগুলি ভারতীয় রেল কমিশনার অফ রেলওয়ে সেফটির তত্ত্বাবধানে দেশেই ডিজাইন এবং তৈরি করা হবে। সেক্ষেত্রে দেশের প্রথম বন্দে ভারতের মতোই বাকি স্লিপার ট্রেনগুলিও চূড়ান্ত ট্রায়াল পর্বের মধ্যে দিয়ে যাবে।

    Click here to Read More
    Previous Article
    KKR-থেকে Mustafizur-কে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলের
    Next Article
    মাদুরোর পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হলেন ডেলসি রদ্রিগেজ! কী তাঁর পরিচয়?

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment